০১. সূরাঃ ফাতিহা
আয়াত | অবতীর্ণঃ মক্কা রুকূঃ ০১ আয়াত সংখ্যাঃ ০৭ |
---|---|
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। |
|
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি জগতসমূহের প্রতিপালক। |
|
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। |
|
مَالِكِ يَوْمِ الدِّينِ
যিনি প্রতিফল দিবসের মালিক। |
|
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। |
|
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
আমাদেরকে সরল-সঠিক পথ প্রদর্শন করুন। |
|
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন; তাদের নয় যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার