০১. সূরাঃ ফাতিহা

আয়াত অবতীর্ণঃ মক্কা
রুকূঃ ০১
আয়াত সংখ্যাঃ ০৭
০১
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।
০২
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি জগতসমূহের প্রতিপালক।
০৩
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু।
০৪
مَالِكِ يَوْمِ الدِّينِ
যিনি প্রতিফল দিবসের মালিক।
০৫
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি।
০৬
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
আমাদেরকে সরল-সঠিক পথ প্রদর্শন করুন।
০৭
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন; তাদের নয় যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x