১০৪. সূরাঃ হুমাযাহ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৯ রুকু ১ |
---|---|
০১ | وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ধ্বংস প্রত্যেক ঐ ব্যক্তির জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে ; |
০২ | الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে ; |
০৩ | يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ সে ম নে করে যে, তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে ; |
০৪ | كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় ; |
০৫ | وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ আর তুমি কি জানো হুতামা কি? |
০৬ | نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ৬. (এটা) আল্লাহর প্রজ্বলিত আগুন, |
০৭ | الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। |
০৮ | إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ নিশ্চয়ই তা (আগুন) তাদের ওপর দিয়ে বন্ধ করে দেয়া হবে। |
০৯ | فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ উঁচু উঁচু স্তম্ভসমূহে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার