০১৫. সূরাঃ হিজর

আয়াত অবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৯৯
রুকূঃ ০৬
৫১ وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَاهِيمَ
আর তাদেরকে সংবাদ দাও, ইব্রাহীমের (আঃ) অতিথিদের কথা।
৫২ إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ
যখন তারা তাঁর নিকট উপস্থিত হয়ে বললেনঃ ‘সালাম’, তখন তিনি বলেছিলেনঃ আমরা তোমাদের আগমনে আতঙ্কিত।
৫৩ قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ
তারা (ফেরস্তারা) বললঃ ভয় করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।
৫৪ قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَىٰ أَن مَّسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ
সে বললো! তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্থ সত্ত্বেও? তোমরা কি বিষয়ে সুসংবাদ দিচ্ছো?
৫৫ قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُن مِّنَ الْقَانِطِينَ
তারা বললঃ আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি; সুতরাং তুমি হতাশ হয়ো না।
৫৬ قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ
তিনি বললেনঃ যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়?
৫৭ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
তিনি বললেনঃ (ইব্রাহীম আঃ) হে প্রেরিতগণ! (ফেরেশতাগণ) তোমাদের আর বিশেষ কি কাজ (অভিযান) আছে?
৫৮ قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ
তাঁরা বললেনঃ আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে।
৫৯ إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ
তবে লূতের (আঃ) পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করবো।
৬০ إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَا ۙ إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ
কিন্তু তার স্ত্রীকে নয়; আমরা স্থির করেছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
৬১ فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ
ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট আসলেন,
৬২ قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ
তখন লূত (আঃ) বললেনঃ তোমরা তো অপরিচিত লোক।
৬৩ قَالُوا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوا فِيهِ يَمْتَرُونَ
তাঁরা বললেনঃ বরং তারা যে বিষয়ে সন্দিহান ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি।
৬৪ وَأَتَيْنَاكَ بِالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ
আমরা তোমার নিকট সত্য সংবাদ নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী।
৬৫ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُوا حَيْثُ تُؤْمَرُونَ
সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড়ো এবং তুমি তাদের পশ্চাতনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়; তোমাদেরকে যেথায় যেতে বলা হচ্ছে তোমরা সেথায় চলে যাও।
৬৬ وَقَضَيْنَا إِلَيْهِ ذَٰلِكَ الْأَمْرَ أَنَّ دَابِرَ هَـٰؤُلَاءِ مَقْطُوعٌ مُّصْبِحِينَ
আমি তাকে (লূত আঃ) এই বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে, প্রত্যুষে তাদেরকে সমূলে বিনাশ করা হবে।
৬৭ وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
(এদিকে) নগরবাসীরা উল্লাসিত হয়ে উপস্থিত হল।
৬৮ قَالَ إِنَّ هَـٰؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونِ
তিনি বললেনঃ নিশ্চয় এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে অপমাণিত করো না।
৬৯ وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ
তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে হেয় করো না।
৭০ قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ
তারা বললঃ আমরা কি দুনিয়া জোড়া লোককে আশ্রয় দিতে নিষেধ করি নাই?
৭১ قَالَ هَـٰؤُلَاءِ بَنَاتِي إِن كُنتُمْ فَاعِلِينَ
লূত (আঃ) বললেনঃ একান্তই যদি তোমরা কিছু (বিবাহ) করতে চাও তবে আমার এই কন্যাগণ রয়েছে।
৭২ لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
হে নবী! তোমার জীবনের শপথ! ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে।
৭৩ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
অতঃপর সূর্যোদয়ের সময়ে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো।
৭৪ فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
সুতরাং আমি জনপদকে উল্টিয়ে উপর-নীচ করে দিলাম এবং তাদের উপর প্রস্তর-কঙ্কর নিক্ষেপ করলাম।
৭৫ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ
অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্যে।
৭৬ وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ
ওটা (ঐ জনপদের ধ্বংস স্তুপ) লোক চলাচলের পথের পাশে এখনও বিদ্যমান।
৭৭ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ
অবশ্যই এতে মু’মিনদের জন্যে রয়েছে নিদর্শন।
৭৮ وَإِن كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ
আর ‘আয়কাবাসীরাও’ (শুয়াইব আঃ এর অনুসারী) তো ছিল সীমালঙ্ঘনকারী।
৭৯ فَانتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ
সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ওদের উভয়ই তো প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত।
৮০ وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ
হিজরাবাসীগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল।
৮১ وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ
আমি তাদেরকে আমার নিদর্শন দিয়েছিলাম; কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।
৮২ وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ
তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করতো নিরাপদ বাসের জন্যে।
৮৩ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ
অতঃপর প্রভাতকালে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো।
৮৪ فَمَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يَكْسِبُونَ
সুতরাং তারা যা অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসে নাই।
৮৫ وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ۗ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ ۖ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ
আকাশসমূহ ও পৃথিবী এবং এই দু’য়ের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী; সুতরাং তুমি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা কর।
৮৬ إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ
নিশ্চয় তোমার প্রতিপালকই মহা স্রষ্টা, মহাজ্ঞানী।
৮৭ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ
আমিতো তোমাকে দিয়েছি সাত আয়াত (সূরা ফাতিহা) যা পুনঃপুনঃ আবৃত্ত হয় এবং দিয়েছি মহা কুরআন।
৮৮ لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদ্বয় প্রসারিত করো না; তাদের অবস্থার
৮৯ وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ
আর তুমি বলঃ আমি তো এক প্রকাশ্য ভয় প্রদর্শক।
৯০ كَمَا أَنزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ
যেভাবে আমি অবতীর্ণ করেছিলাম শপথকারীদের (ইয়াহূদী ও খৃষ্টানদের) উপর।
৯১ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ
যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। (অর্থাৎ) এর কিছু অংশ গ্রহণ ও কিছু বর্জন করে।)
৯২ فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ
সুতরাং তোমার প্রতিপালকের শপথ! আমি তাদের সকলকে প্রশ্ন করবোই,
৯৩ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
সেই বিষয়ে যা তারা করতো।
৯৪ فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো, তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদের উপেক্ষা কর।
৯৫ إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ
আমিই যথেষ্ট তোমার জন্যে বিদ্রুপকারীদের বিরুদ্ধে।
৯৬ الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَـٰهًا آخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
যারা আল্লাহর সাথে অপর মা’বূদ প্রতিষ্ঠা করেছে! শীঘ্রই তারা জানতে পারবে।
৯৭ وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ
আমি তো জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়।
৯৮ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ
সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসা দ্বারা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।
৯৯ وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ
আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x