৩৭. সূরাঃ সাফ-ফাত
আয়াত | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৮২ রুকূঃ ৫ |
---|---|
১৫১ | أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ সাবধান! তারা তো মনগড়া কথা বলে (যে,) |
১৫২ | وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ আল্লাহ, সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। |
১৫৩ | أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ তিনি কি পুত্র সন্তানের উপরে কন্যা সন্তান পছন্দ করতেন? |
১৫৪ | مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ তোমাদের কি হয়েছে, তোমরা কিরূপ বিচার কর? |
১৫৫ | أَفَلَا تَذَكَّرُونَ তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? |
১৫৬ | أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে? |
১৫৭ | فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর? |
১৫৮ | وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্কে স্থির করেছে, অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে। |
১৫৯ | سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, মহান। |
১৬০ | إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত। |
১৬১ | فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ তোমরা এবং তোমরা যাদের ইবাদত কর তারা- |
১৬২ | مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ তোমরা কেউই আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না। |
১৬৩ | إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ শুধু জাহান্নামে প্রবেশকারীকে ব্যতীত। |
১৬৪ | وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ আমাদের (ফেরশতাদের) প্রত্যেকের জন্যেই নির্ধারিত স্থান রয়েছে, |
১৬৫ | وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ আমরা তো সারিবদ্ধভাবে দন্ডায়মান। |
১৬৬ | وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ঘোষণাকারী। |
১৬৭ | وَإِن كَانُوا لَيَقُولُونَ তারাই (কাফিরগণ) তো বলে এসেছে, |
১৬৮ | لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোন কিতাব থাকতো, |
১৬৯ | لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ তবে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম। |
১৭০ | فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ কিন্তু তারা তা (কুরআন) প্রত্যাখ্যান করলো এবং শীঘ্রই তারা জানতে পারবে। |
১৭১ | وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে (যে,) |
১৭২ | إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে, |
১৭৩ | وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ এবং নিশ্চয়ই আমার বাহিনী হবে বিজয়ী। |
১৭৪ | فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ অতএব, কিছুকালের জন্যে তুমি তাদেরকে উপেক্ষা কর। |
১৭৫ | وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে। |
১৭৬ | أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ তারা কি আমার শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করছে? |
১৭৭ | فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে খুবই মন্দ। |
১৭৮ | وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ অতএব কিছুকালের জন্যে তুমি তাদেরকে উপেক্ষা কর। |
১৭৯ | وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ তুমি (তাদেরকে) পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে। |
১৮০ | سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ইযযত ক্ষমতার অধিকারী। |
১৮১ | وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ আর শান্তি বর্ষিত হোক রাসূলদের উপর। |
১৮২ | وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ যাবতীয় প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। |