৯১. সূরাঃ শামস
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৫ রুকু ১ |
---|---|
০১ | وَالشَّمْسِ وَضُحَاهَا শপথ সূর্যের ও তার রৌদ্রের, |
০২ | وَالْقَمَرِ إِذَا تَلَاهَا শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে। |
০৩ | وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا শপথ দিবসের, যখন তা (সূর্যকে) প্রকাশ করে, |
০৪ | وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا শপথ রজনীর, যখন তা সূর্যকে ঢেকে দেয়, |
০৫ | وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا শপথ আকাশের এবং তাঁর যিনি তা নির্মাণ করেছেন, |
০৬ | وَالْأَرْضِ وَمَا طَحَاهَا শপথ পৃথিবীর এবং তাঁর যিনি তা বিস্তৃত করেছেন, |
০৭ | وَنَفْسٍ وَمَا سَوَّاهَا শপথ (মানুষের) নফসের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন, |
০৮ | فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন, |
০৯ | قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا অবশ্যই সে সফলকাম হবে, যে নিজেকে পরিশুদ্ধ করবে। |
১০ | وَقَدْ خَابَ مَن دَسَّاهَا এবং নিশ্চয়ই সে ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে। |
১১ | كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا সামূদ সম্প্রদায় সীমালঙ্ঘন করতঃ মিথ্যাপ্রতিপন্ন করলো। |
১২ | إِذِ انبَعَثَ أَشْقَاهَا সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর (ক্ষিপ্ত) হয়ে উঠলো, |
১৩ | فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا তখন আল্লাহর রাসূল (সালেহ আঃ) তাদেরকে বললোঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করাবার বিষয়ে সাবধান হও (বাধা দিও না)। |
১৪ | فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বললো, অতপর ঐ উষ্ট্রীকে কেটে ফেললো। অবশেষে তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। |
১৫ | وَلَا يَخَافُ عُقْبَاهَا আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার