৯১. সূরাঃ শামস

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১৫
রুকু ১
০১وَالشَّمْسِ وَضُحَاهَا
শপথ সূর্যের ও তার রৌদ্রের,
০২وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে।
০৩وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
শপথ দিবসের, যখন তা (সূর্যকে) প্রকাশ করে,
০৪وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
শপথ রজনীর, যখন তা সূর্যকে ঢেকে দেয়,
০৫وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
শপথ আকাশের এবং তাঁর যিনি তা নির্মাণ করেছেন,
০৬وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
শপথ পৃথিবীর এবং তাঁর যিনি তা বিস্তৃত করেছেন,
০৭وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
শপথ (মানুষের) নফসের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন,
০৮فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন,
০৯قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
অবশ্যই সে সফলকাম হবে, যে নিজেকে পরিশুদ্ধ করবে।
১০وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
এবং নিশ্চয়ই সে ব্যর্থ হবে, যে নিজেকে কলুষিত করবে।
১১كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
সামূদ সম্প্রদায় সীমালঙ্ঘন করতঃ মিথ্যাপ্রতিপন্ন করলো।
১২إِذِ انبَعَثَ أَشْقَاهَا
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর (ক্ষিপ্ত) হয়ে উঠলো,
১৩فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
তখন আল্লাহর রাসূল (সালেহ আঃ) তাদেরকে বললোঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করাবার বিষয়ে সাবধান হও (বাধা দিও না)।
১৪فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বললো, অতপর ঐ উষ্ট্রীকে কেটে ফেললো। অবশেষে তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন।
১৫وَلَا يَخَافُ عُقْبَاهَا
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।
error: Content is protected !!