১১১. সূরাঃ লাহাব

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৫
রুকু ১
০১تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
০২مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোন উপকারে আসেনি।
০৩سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
অচিরেই সে লেলিহান শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে,
০৪وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে,
০৫فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
তার গলদেশে শক্ত পাকানো রশি (খেজুর আঁশ দিয়ে বানানো) রয়েছে।
error: Content is protected !!