৯২. সূরাঃ লাইল
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২১ রুকু ১ |
---|---|
০১ | وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ শপথ রজনীর, যখন তা আচ্ছন্ন হয়ে যায়, |
০২ | وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ শপথ দিনের, যখন তা আলোকিত হয়, |
০৩ | وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ এবং শপথ তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন – |
০৪ | إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন মুখী। |
০৫ | فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ অনন্তর যে দান করে ও মুত্তাকী হয়, |
০৬ | وَصَدَّقَ بِالْحُسْنَىٰ যা উত্তম তাকে সত্য মনে করল, |
০৭ | فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ অচিরেই আমি তার জন্যে সুগম করে দেবো সহজ পথ। |
০৮ | وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ পক্ষান্তরে কেউ কার্পণ্য করল ও বেপরওয়া হল। |
০৯ | وَكَذَّبَ بِالْحُسْنَىٰ আর উত্তম জিনিসকে মিথ্যা মনে করলো, |
১০ | فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ অচিরেই তার জন্যে আমি সুগম করে দেবো কঠোর পরিণামের পথ। |
১১ | وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে পতিত হবে (জাহান্নামে)। |
১২ | إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ আমার দায়িত্ব শুধু পথ নির্দেশ করা, |
১৩ | وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ আর নিশ্চয়ই আমি পরকাল ও ইহকালের মালিক। |
১৪ | فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি ; |
১৫ | لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى নিতান্ত হতভাগ্য ব্যতীত কেউ তাতে প্রবেশ করবে না, |
১৬ | الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ; |
১৭ | وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى আর তা হতে অতি সত্ত্বর মুক্ত রাখা হবে বড় মুত্তাকীদেরকে, |
১৮ | الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, |
১৯ | وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ এবং তার প্রতিকারও অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, |
২০ | إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ বরং শুধু তার মহান প্রতিপালকের মুখমণ্ডল (সন্তোষ) লাভের প্রত্যাশায় ; |
২১ | وَلَسَوْفَ يَرْضَىٰ সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার