৯২. সূরাঃ লাইল

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২১
রুকু ১
০১وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
শপথ রজনীর, যখন তা আচ্ছন্ন হয়ে যায়,
০২وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
শপথ দিনের, যখন তা আলোকিত হয়,
০৩وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
এবং শপথ তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন –
০৪إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন মুখী।
০৫فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
অনন্তর যে দান করে ও মুত্তাকী হয়,
০৬وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
যা উত্তম তাকে সত্য মনে করল,
০৭فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
অচিরেই আমি তার জন্যে সুগম করে দেবো সহজ পথ।
০৮وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
পক্ষান্তরে কেউ কার্পণ্য করল ও বেপরওয়া হল।
০৯وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
আর উত্তম জিনিসকে মিথ্যা মনে করলো,
১০فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
অচিরেই তার জন্যে আমি সুগম করে দেবো কঠোর পরিণামের পথ।
১১وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে পতিত হবে (জাহান্নামে)।
১২إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
আমার দায়িত্ব শুধু পথ নির্দেশ করা,
১৩وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
আর নিশ্চয়ই আমি পরকাল ও ইহকালের মালিক।
১৪فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি ;
১৫لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
নিতান্ত হতভাগ্য ব্যতীত কেউ তাতে প্রবেশ করবে না,
১৬الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ;
১৭وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
আর তা হতে অতি সত্ত্বর মুক্ত রাখা হবে বড় মুত্তাকীদেরকে,
১৮الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
১৯وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
এবং তার প্রতিকারও অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
২০إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
বরং শুধু তার মহান প্রতিপালকের মুখমণ্ডল (সন্তোষ) লাভের প্রত্যাশায় ;
২১وَلَسَوْفَ يَرْضَىٰ
সে তো অচিরেই সন্তোষ লাভ করবে।
error: Content is protected !!