৫৫. সূরাঃ রহমান

আয়াত নংঅবতীর্ণঃ মদিনা
আয়াত সংখ্যাঃ ৭৮
রুকু ৩
০১

الرَّحْمَـٰنُ

পরম দয়াময় (আল্লাহ),

০২

عَلَّمَ الْقُرْآنَ

তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,

০৩

خَلَقَ الْإِنسَانَ

তিনিই সৃষ্টি করেছেন মানুষ,

০৪

عَلَّمَهُ الْبَيَانَ

তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে,

০৫

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাবের অধীনে,

০৬

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

তারকা ও বৃক্ষাদি সেজদা করে,

০৭

وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ

আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন ভারসাম্য করেছেন,

০৮

أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ

যাতে তোমরা পরিমাপে সীমালঙ্ঘন না কর।

০৯

وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ

ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিয়ো না।

১০

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

তিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টজীবের জন্যে ;

১১

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ

এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত,

১২

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ

এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধী ফুল।

১৩

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

১৪

خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ

মানুষকে (আদমকে) তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা মাটি হতে,

১৫

وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা হতে,

১৬

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

১৭

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

তিনিই দুই উদয়াচল ও দুই আস্তাচলের নিয়ন্ত্রণকারী।

১৮

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

১৯

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,

২০

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ

এ দু’য়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা অতিক্রম করতে পারে না।

২১

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

২২

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ

উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।

২৩

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে?

২৪

وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

সমুদ্রে বিচরণশীল পর্বত কোন জাহাজসমূহ তাঁরই নিয়ন্ত্রণাধীন ;

২৫

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

২৬

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সমস্তই ধ্বংসশীল,

২৭

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

এবং অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল (সত্তা), যা মহিমাময়, মহানুভব ;

২৮

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

২৯

يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সবাই তাঁর নিকট প্রতিদিন প্রার্থনা করে, তিনি সর্বদা মহান কার্যে রত।

৩০

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

৩১

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ

হে মানুষ ও জিন ! আমি শীঘ্রই তোমাদের প্রতি (হিসাব-নিকাশের জন্য) মনোনিবেশ করবো,

৩২

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৩৩

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

হে জিন ও মানুষ জাতি ! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা হতে যদি তোমরা বের হতে পার, তবে বের হয়ে যাও ; কিন্তু তোমরা তা পারবে না, শক্তি ব্যতিরেকে (আর সে শক্তি তোমাদের নেই)।

৩৪

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৩৫

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ

তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধোঁয়া, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।

৩৬

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৩৭

فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ

যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে ;

৩৮

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৩৯

فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ

সেদিন মানুষ ও জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না?

৪০

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৪১

يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ

অপরাধীকে যাবে তাদের চেহারার আলামত হতে ; আতদেরকে পাকড়াও করা হবে কপাল (চুলের ঝুঁটি) ও পা ধরে।

৪২

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৪৩

هَـٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ

এটা সেই জাহান্নাম, যা অপরাধী মিথ্যা প্রতিপন্ন করতো,

৪৪

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ

তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে।

৪৫

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৪৬

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি বাগান ;

৪৭

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৪৮

ذَوَاتَا أَفْنَانٍ

উভয়টি বহু শাখাপল্লব বিশিষ্ট বৃক্ষে ভরপুর ;

৪৯

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৫০

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ

উভয়টিতে রয়েছে দু’টি ঝর্ণাধারা সদা প্রবহমান ;

৫৫. সূরাঃ রহমান

আয়াত নংঅবতীর্ণঃ মদিনা
আয়াত সংখ্যাঃ ৭৮
রুকু ৩
৫১

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِসুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৫২

فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ

উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার ;

৫৩

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?

৫৪مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়, দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী।
৫৫فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৫৬فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না যাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
৫৭فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৫৮كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ

তারা যেন হীরা ও মতি ;
৫৯فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬০هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

উত্তম কাজের পুরষ্কার উত্তম (জান্নাত) ব্যতীত আর কি হতে পারে?
৬১فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬২وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

এই বাগানদ্বয় ব্যতীত আরও দু’টি বাগান রয়েছে ;
৬৩فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬৪مُدْهَامَّتَانِ

গাড় সবুজ এ বাগান দুটি ;
৬৫فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬৬فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ

উভয় বাগানে আছে উৎক্ষিপ্তমান দুই ঝর্ণাধারা ;
৬৭فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬৮فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ

সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম ;
৬৯فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৭০فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ ;
৭১فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৭২حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ

তাঁবুতে থাকবে সুরক্ষিত হূর ;
৭৩فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত তাদের স্পর্শ করেনি।
৭৪لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

তাদের পূর্বে কোন মানুষ অথবা জিন তাদের স্পর্শ করেনি।
৭৫فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৭৬مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ

তারা হেলান দিয়ে বসবে এমন সবুজ আসনে যা অতি বিরল ও অতি উত্তম।
৭৭فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৭৮تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ

কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমাময় ও মহানুভব !
error: Content is protected !!