৯৯. সূরাঃ যিলযাল
আয়াত নং | অবতীর্ণঃ মদীনা আয়াত সংখ্যাঃ ৮ রুকু ১ |
---|---|
০১ | إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا পৃথিবীকে যখন প্রবলভাবে প্রকম্পিত করা হবে, |
০২ | وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا এবং পৃথিবী যখন তার অভ্যন্তরের ভারসমূহ বের করে দিবে, |
০৩ | وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا এবং মানুষ বলবেঃ এর কি হলো? |
০৪ | يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا সেদিন পৃথিবী তার সবতত্ত্ব বর্ণনা করে দিবে, |
০৫ | بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন, |
০৬ | يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, তাদের কৃতকর্ম দেখানোর জন্য। |
০৭ | فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তাও দেখবে। |
০৮ | وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখবে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার