৯৯. সূরাঃ যিলযাল

আয়াত নংঅবতীর্ণঃ মদীনা
আয়াত সংখ্যাঃ ৮
রুকু ১
০১إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
পৃথিবীকে যখন প্রবলভাবে প্রকম্পিত করা হবে,
০২وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
এবং পৃথিবী যখন তার অভ্যন্তরের ভারসমূহ বের করে দিবে,
০৩وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
এবং মানুষ বলবেঃ এর কি হলো?
০৪يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
সেদিন পৃথিবী তার সবতত্ত্ব বর্ণনা করে দিবে,
০৫بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,
০৬يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, তাদের কৃতকর্ম দেখানোর জন্য।
০৭فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তাও দেখবে।
০৮وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখবে।
error: Content is protected !!