৭৭. সূরাঃ মুরসালাত

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৫০
রুকু ২
০১وَالْمُرْسَلَاتِ عُرْفًا
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর,
০২فَالْعَاصِفَاتِ عَصْفًا
আর প্রলয়ংকারী ঝড়ের,
০৩وَالنَّاشِرَاتِ نَشْرًا
শপথ বহনকারী বায়ুর,
০৪فَالْفَارِقَاتِ فَرْقًا
আর (মেঘপুঞ্জ) বিচ্ছিন্নকারী বায়ুর,
০৫فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
এবং তার যে মানুষের অন্তরে পৌঁছিয়ে দেয় উপদেশ –
০৬عُذْرًا أَوْ نُذْرًا
আনুশোচনা স্বরূপ বা সতর্কতা স্বরূপ।
০৭إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই সংঘটিত হবে।
০৮فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
যখন নক্ষত্র রাজির আলো নিভিয়ে দেয়া হবে,
০৯وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
যখন আকাশ ফেড়ে দেয়া হবে
১০وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
এবং যখন পর্বতমালা ধুনিত হবে,
১১وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
এবং রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,
১২لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
কোন দিবসের জন্য বিলম্বিত করা হচ্ছে?
১৩لِيَوْمِ الْفَصْلِ
তুমি কি জান চূড়ান্ত বিচার দিবসের জন্য?
১৪وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
চূরান্ত বিচার দিবস সম্বন্ধে
১৫وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্যে।
১৬أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
১৭ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
আবার আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করবো।
১৮كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
১৯وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্যে।
২০أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ
আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করিনি?
২১فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ
অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ স্থানে,
২২إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
এক নির্দিষ্টকাল পর্যন্ত,
২৩فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
আমি একে গঠন করেছি পরিমিতভাবে, অতএব আমি কত নিপুন নিরূপণকারী।
২৪وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্যে।
২৫أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
আমি কি ভূমিকে একত্রিতকারী রূপে বানাই নি,
২৬أَحْيَاءً وَأَمْوَاتًا
জীবিত ও মৃতের জন্যে?
২৭وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
২৮وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেইন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্যে।
২৯انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ
তোমরা চল তারই দিকে যাকে মিথ্যা মনে করতে।
৩০انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
চল সে ছায়ার দিকে যার তিনটি শাখা রয়েছে,
৩১لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
যে ছায়া শীতল নয়, এবং যা হতে রক্ষাও করে না অগ্নিশিখা,
৩২إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
নিশ্চয়ই সে নিক্ষেপ করবে প্রাসাদতুল্য স্ফুলিঙ্গ।
৩৩كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
যা দেখে মনে হবে হলুদ বর্ণের উট।
৩৪وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেই দিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
৩৫هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
এটা এমন একদিন যেদিন তারা কিছু বলতে পারবে না।
৩৬وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
এবং না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার।
৩৭وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেই দিন ধ্বংস মিথ্যারোপকারীদের জন্যে
৩৮هَـٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
এটা চূড়ান্ত ফায়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।
৩৯فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
৪০وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেই দিন ধ্বংস মিথ্যারোপকারীদের জন্যে।
৪১إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
মুত্তাকীরা থাকবে সুশীতল ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে।
৪২وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
এবং যে ফল-মূল তারা কামনা করবে।
৪৩كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
তোমরা মজা করে খাও এবং পান কর তোমাদের কাজের বিনিময় স্বরূপ।
৪৪إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।
৪৫وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন ধ্বংস মিথ্যা আরোপকারীদের জন্যে।
৪৬كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
তোমরা খাও, আর আনন্দ-ফুর্তি কর অল্প কিছুদিন, প্রকৃতপক্ষে তো তোমরা অপরাধী।
৪৭وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন ধ্বংস মিথ্যা আরোপকারীদের জন্যে।
৪৮وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা রুকূ কর (নামায আদায় কর) তখন তারা রুকূ করে না।
৪৯وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন ধ্বংস মিথ্যা আরোপকারীদের জন্যে।
৫০فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
সুতরাং তারা এর (কুরআনের) পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে?
error: Content is protected !!