১০৭. সূরাঃ মাউ’ন

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৭
রুকু ১
০১أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
তুমি কি দেখেছ তাকে, যে পরকালকে মিথ্যাপ্রতিপন্ন করে?
০২فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
সে তো ঐ ব্যক্তি, যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়।
০৩وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
এবং সে অভাবগ্রস্থকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না।
০৪فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
সুতরাং ধ্বংস সেই নামায আদায়কারীদের জন্যে,
০৫الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যারা তাদের নামাযে অমনোযোগী।
০৬الَّذِينَ هُمْ يُرَاءُونَ
যারা লোক দেখানোর জন্যে তা করে,
০৭وَيَمْنَعُونَ الْمَاعُونَ
এবং তারা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে।
error: Content is protected !!