৮৫. সূরাঃ বুরূজ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২২
রুকু ১
০১وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
শপথ বুরূজ (তারকা-রাশিচক্র) বিশিষ্ট আকাশের,
০২وَالْيَوْمِ الْمَوْعُودِ
শপথ প্রতিশ্রুতি দিবসের,
০৩وَشَاهِدٍ وَمَشْهُودٍ
শপথ যা উপস্থিত হয় এবং যা উপস্থিতকৃত,
০৪قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
ধ্বংস করা হয়েছিল গুহাবাসীদেরকে,
০৫النَّارِ ذَاتِ الْوَقُودِ
যা ছিল ঈমান পূর্ণ অগ্নি,
০৬إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
যখন তারা তার উপর উপবিষ্ট ছিল ;
০৭وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
এবং তারা মু’মিনদের সাথে যা করেছিল তাই প্রত্যক্ষ করছিল।
০৮وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই (অপরাধের) কারণে যে, তারা সে পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
০৯الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্ব যার, আর আল্লাহ সর্ব বিষয়ে দেখেন।
১০إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
যারা ঈমানদার নর-নারীর উপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তাওবা’ও করেনি, তাদের জন্যে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে।
১১إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যেই রয়েছে এমন জান্নাত যার নিম্নে নদীসমূহ প্রবাহিত ; এটাই বড় সফলতা।
১২إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন।
১৩إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
তিনিই প্রথমবার সৃষ্টি করেন ও পুনরাবর্তন করবেন।
১৪وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
এবং তিনি ক্ষমাশীল, প্রেরময়।
১৫ذُو الْعَرْشِ الْمَجِيدُ
আরশের অধিপতি মহিমাময়।
১৬فَعَّالٌ لِّمَا يُرِيدُ
(ইচ্ছাময় তিনি) যা চান তাই করেন।
১৭هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
তোমার নিকট কি সৈন্যবাহিনীর কথা পৌঁছেছে?
১৮فِرْعَوْنَ وَثَمُودَ
ফিরআ’উন ও সামূদের?
১৯بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত,
২০وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
এবং আল্লাহ তাদেরকে সর্বদিক হতে পরিবেষ্টন করে রয়েছেন।
২১بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
বরং এটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন কুরআন।
২২فِي لَوْحٍ مَّحْفُوظٍ
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
error: Content is protected !!