৮৫. সূরাঃ বুরূজ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২২ রুকু ১ |
---|---|
০১ | وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ শপথ বুরূজ (তারকা-রাশিচক্র) বিশিষ্ট আকাশের, |
০২ | وَالْيَوْمِ الْمَوْعُودِ শপথ প্রতিশ্রুতি দিবসের, |
০৩ | وَشَاهِدٍ وَمَشْهُودٍ শপথ যা উপস্থিত হয় এবং যা উপস্থিতকৃত, |
০৪ | قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ধ্বংস করা হয়েছিল গুহাবাসীদেরকে, |
০৫ | النَّارِ ذَاتِ الْوَقُودِ যা ছিল ঈমান পূর্ণ অগ্নি, |
০৬ | إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ যখন তারা তার উপর উপবিষ্ট ছিল ; |
০৭ | وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ এবং তারা মু’মিনদের সাথে যা করেছিল তাই প্রত্যক্ষ করছিল। |
০৮ | وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই (অপরাধের) কারণে যে, তারা সে পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। |
০৯ | الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্ব যার, আর আল্লাহ সর্ব বিষয়ে দেখেন। |
১০ | إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ যারা ঈমানদার নর-নারীর উপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তাওবা’ও করেনি, তাদের জন্যে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে। |
১১ | إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যেই রয়েছে এমন জান্নাত যার নিম্নে নদীসমূহ প্রবাহিত ; এটাই বড় সফলতা। |
১২ | إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। |
১৩ | إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ তিনিই প্রথমবার সৃষ্টি করেন ও পুনরাবর্তন করবেন। |
১৪ | وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ এবং তিনি ক্ষমাশীল, প্রেরময়। |
১৫ | ذُو الْعَرْشِ الْمَجِيدُ আরশের অধিপতি মহিমাময়। |
১৬ | فَعَّالٌ لِّمَا يُرِيدُ (ইচ্ছাময় তিনি) যা চান তাই করেন। |
১৭ | هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ তোমার নিকট কি সৈন্যবাহিনীর কথা পৌঁছেছে? |
১৮ | فِرْعَوْنَ وَثَمُودَ ফিরআ’উন ও সামূদের? |
১৯ | بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত, |
২০ | وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ এবং আল্লাহ তাদেরকে সর্বদিক হতে পরিবেষ্টন করে রয়েছেন। |
২১ | بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ বরং এটা অতি উচ্চ মর্যাদা সম্পন্ন কুরআন। |
২২ | فِي لَوْحٍ مَّحْفُوظٍ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার