৯০. সূরাঃ বালাদ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২০
রুকু ১
০১لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ
শপথ করছি এই (মক্কা) নগরের,
০২وَأَنتَ حِلٌّ بِهَـٰذَا الْبَلَدِ
আর তুমি এই নগরের হালালকারী।
০৩وَوَالِدٍ وَمَا وَلَدَ
শপথ পিতার (আদম আঃ) আর যা সে জন্ম দিয়েছে তার।
০৪لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে।
০৫أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?
০৬يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
সে বলেঃ আমি বহু অর্থ নষ্ট করেছি।
০৭أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
সে কি ধারণা করে যে, তাকে কেউই দেখছে না?
০৮أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
আমি কি তার জন্যে দু’টি চোখ বানাইনি?
০৯وَلِسَانًا وَشَفَتَيْنِ
আর জিহ্বা ও ওষ্ঠদ্বয়?
১০وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
এবং আমি কি তাকে দু’টি পথই দেখাইনি?
১১فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
কিন্তু সে দুর্গম গিরি পথে প্রবেশ করলো না।
১২وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
তুমি কি জান যে, দুর্গম গিরি পথটি কি?
১৩فَكُّ رَقَبَةٍ
এটা হচ্ছেঃ কোন দাসকে মুক্ত করা ;
১৪أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
অথবা, দুর্ভিক্ষের দিনে খাদ্য দান ;
১৫يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
কোন ইয়াতীম, আত্মীয়কে,
১৬أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
অথবা ধূলায় লুন্ঠিত দরিদ্রকে,
১৭ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
তারপর তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের ও দয়া করুণার ;
১৮أُولَـٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
এরাই ডান হাতওয়ালা।
১৯وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
যার যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে, তারাই বাম হাতওয়ালা।
২০عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
তাদের উপরই রয়েছে আচ্ছন্ন অবস্থায় অগ্নি।
error: Content is protected !!