১০৫. সূরাঃ ফীল

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৫
রুকু ১
০১أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
তুমি কি দেখনি যে, তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছেন?
০২أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
তিনি কি তাদের চক্রান্ত (সম্পূর্ণরূপে) ব্যর্থ করে দেন নি?
০৩وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখিসমূহ প্রেরণ করেছিলেন।
০৪تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
যারা তাদের ওপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল।
০৫فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত ভূষির মতো করে দেন।
error: Content is protected !!