১১৩. সূরাঃ ফালাক্ব

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৫
রুকু ১
০১قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
বলঃ আমি আশ্রয় নিচ্ছি ঊষার স্রষ্টার,
০২مِن شَرِّ مَا خَلَقَ
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,
০৩وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অনিষ্ট হতে অন্ধকার রাত্রির যখন তা আচ্ছন্ন হয় ;
০৪وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
এবং ফিরায় ফুঁকদান কারিণীর।
০৫وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট হতেও যখন সে হিংসা করে।
error: Content is protected !!