১১৪. সূরাঃ নাস

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৬
রুকু ১
০১قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বলঃ আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের,
০২مَلِكِ النَّاسِ
যিনি মানবমণ্ডলীর বাদশাহ।
০৩إِلَـٰهِ النَّاسِ
যিনি মানবমণ্ডলীর প্রকৃত মা’বূদ।
০৪مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে,
০৫الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
যে লোকদের অন্তরে কুমন্ত্রণার উদ্রেক করে।
০৬مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
জ্বিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।
error: Content is protected !!