১১৪. সূরাঃ নাস
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৬ রুকু ১ |
---|---|
০১ | قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ বলঃ আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের, |
০২ | مَلِكِ النَّاسِ যিনি মানবমণ্ডলীর বাদশাহ। |
০৩ | إِلَـٰهِ النَّاسِ যিনি মানবমণ্ডলীর প্রকৃত মা’বূদ। |
০৪ | مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, |
০৫ | الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ যে লোকদের অন্তরে কুমন্ত্রণার উদ্রেক করে। |
০৬ | مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ জ্বিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার