৭৮. সূরাঃ নাবা

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৪০
রুকু ২
০১عَمَّ يَتَسَاءَلُونَ
এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
০২عَنِ النَّبَإِ الْعَظِيمِ
মহান সংবাদটি সম্বন্ধে,
০৩الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
যে বিষয়ে তারা মতবিরোধ করছে !
০৪كَلَّا سَيَعْلَمُونَ
অবশ্যই (তাদের ধারণা অবাস্তব) তারা শীঘ্রই তা জানতে পারবে ;
০৫ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
অতঃপর বলি অবশ্যই তারা তা অচিরেই অবগত হবে।
০৬أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দেইনি?
০৭وَالْجِبَالَ أَوْتَادًا
ও পাহাসমূহকে পেরেক রূপে গেঁড়ে দেইনি?
০৮وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি তোমাদেরকে,
০৯وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রামের মাধ্যম,
১০وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
আর রাত্রিকে করেছি আবরণ,
১১وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
এবং দিবসকে করেছি উপযোগী জীবিকা আহরণের জন্যে।
১২وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
আর নির্মাণ করেছি তোমাদের ওপর সুদৃঢ় সাত আকাশ।
১৩وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
এবং সৃষ্টি করেছি একটি অতি উজ্জ্বল প্রদীপ (সূর্য)।
১৪وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا
আর বর্ষণ করেছি মেঘমালা হতে অবিশ্রান্ত পানি।
১৫لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
এর দ্বারা আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,
১৬وَجَنَّاتٍ أَلْفَافًا
এবং নিবিড়-ঘন বাগানসমূহ।
১৭إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস ;
১৮يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
যে দিন শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে,
১৯وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
আকাশকে খুলে দেওয়া হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দরজা বিশিষ্ট।
২০وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
এবং চলমান করা হবে পাহাড়সমূহকে, ফলে সেগুলো মরীচিকায় পরিণত হবে।
২১إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে ;
২২لِّلطَّاغِينَ مَآبًا
যা সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল।
২৩لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,
২৪لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
সেখানে তারা কোন শীতল বস্তুর স্বাদ এবং কোন পানীয়ও পাবে না,
২৫إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত ;
২৬جَزَاءً وِفَاقًا
এটাই পরিপূর্ণ প্রতিফল।
২৭إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
তারা কখনো হিসাব-নিকাশের আশা পোষণ করতো না,
২৮وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
এবং তারা দৃঢ়তার সাথে আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
২৯وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
আমি সবকিছুই গণনা করেছি লিখিতভাবে।
৩০فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমি তো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকবো।
৩১إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
নিশ্চয়ই মুত্তাকীদের জন্যে সফলতা ;
৩২حَدَائِقَ وَأَعْنَابًا
(সুশোভিত) বাগানসমূহ ও নানাবিধ আঙ্গুর ;
৩৩وَكَوَاعِبَ أَتْرَابًا
এবং সমবয়স্কা নব্য কুমারীবৃন্দ ;
৩৪وَكَأْسًا دِهَاقًا
এবং পরিপূর্ণ পানপাত্র।
৩৫لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
সেখানে তারা অসার ও মিথ্যা বাক্য শুনবে না ;
৩৬جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার ও অনুগ্রহের প্রতিদান।
৩৭رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও ওগুলোর মধ্যবর্তী সবকিছুর, যিনি দয়াময় ; তাঁর নিকট কারও কথা বলার শক্তি থাকবে না।
৩৮يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
সেদিন রূহ (জীব্রাঈল) ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন ; দয়াময় যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত অন্যেরা কথা বলতে পারবে না এবং সে সঠিক কথা বলবে।
৩৯ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
এ দিবস সুনিশ্চিত ; অতএব যে চায়, সে যেন তার প্রতিপালকের নিকট স্থান করে নেয়।
৪০إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করলাম ; সেদিন মানুষ তার হাতের অর্জিত কৃতকর্মকে দেখবে আর কাফির বলতে থাকবেঃ হায় ! আমি, যদি মাটি হয়ে যেতাম !
error: Content is protected !!