৭৮. সূরাঃ নাবা
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৪০ রুকু ২ |
---|---|
০১ | عَمَّ يَتَسَاءَلُونَ এরা পরস্পর কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? |
০২ | عَنِ النَّبَإِ الْعَظِيمِ মহান সংবাদটি সম্বন্ধে, |
০৩ | الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ যে বিষয়ে তারা মতবিরোধ করছে ! |
০৪ | كَلَّا سَيَعْلَمُونَ অবশ্যই (তাদের ধারণা অবাস্তব) তারা শীঘ্রই তা জানতে পারবে ; |
০৫ | ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ অতঃপর বলি অবশ্যই তারা তা অচিরেই অবগত হবে। |
০৬ | أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দেইনি? |
০৭ | وَالْجِبَالَ أَوْتَادًا ও পাহাসমূহকে পেরেক রূপে গেঁড়ে দেইনি? |
০৮ | وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি তোমাদেরকে, |
০৯ | وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রামের মাধ্যম, |
১০ | وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا আর রাত্রিকে করেছি আবরণ, |
১১ | وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا এবং দিবসকে করেছি উপযোগী জীবিকা আহরণের জন্যে। |
১২ | وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا আর নির্মাণ করেছি তোমাদের ওপর সুদৃঢ় সাত আকাশ। |
১৩ | وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا এবং সৃষ্টি করেছি একটি অতি উজ্জ্বল প্রদীপ (সূর্য)। |
১৪ | وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا আর বর্ষণ করেছি মেঘমালা হতে অবিশ্রান্ত পানি। |
১৫ | لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا এর দ্বারা আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ, |
১৬ | وَجَنَّاتٍ أَلْفَافًا এবং নিবিড়-ঘন বাগানসমূহ। |
১৭ | إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস ; |
১৮ | يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا যে দিন শিঙ্গায় ফুঁৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে, |
১৯ | وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا আকাশকে খুলে দেওয়া হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দরজা বিশিষ্ট। |
২০ | وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا এবং চলমান করা হবে পাহাড়সমূহকে, ফলে সেগুলো মরীচিকায় পরিণত হবে। |
২১ | إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে ; |
২২ | لِّلطَّاغِينَ مَآبًا যা সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। |
২৩ | لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, |
২৪ | لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا সেখানে তারা কোন শীতল বস্তুর স্বাদ এবং কোন পানীয়ও পাবে না, |
২৫ | إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত ; |
২৬ | جَزَاءً وِفَاقًا এটাই পরিপূর্ণ প্রতিফল। |
২৭ | إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا তারা কখনো হিসাব-নিকাশের আশা পোষণ করতো না, |
২৮ | وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا এবং তারা দৃঢ়তার সাথে আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। |
২৯ | وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا আমি সবকিছুই গণনা করেছি লিখিতভাবে। |
৩০ | فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমি তো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকবো। |
৩১ | إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا নিশ্চয়ই মুত্তাকীদের জন্যে সফলতা ; |
৩২ | حَدَائِقَ وَأَعْنَابًا (সুশোভিত) বাগানসমূহ ও নানাবিধ আঙ্গুর ; |
৩৩ | وَكَوَاعِبَ أَتْرَابًا এবং সমবয়স্কা নব্য কুমারীবৃন্দ ; |
৩৪ | وَكَأْسًا دِهَاقًا এবং পরিপূর্ণ পানপাত্র। |
৩৫ | لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا সেখানে তারা অসার ও মিথ্যা বাক্য শুনবে না ; |
৩৬ | جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার ও অনুগ্রহের প্রতিদান। |
৩৭ | رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও ওগুলোর মধ্যবর্তী সবকিছুর, যিনি দয়াময় ; তাঁর নিকট কারও কথা বলার শক্তি থাকবে না। |
৩৮ | يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا সেদিন রূহ (জীব্রাঈল) ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন ; দয়াময় যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত অন্যেরা কথা বলতে পারবে না এবং সে সঠিক কথা বলবে। |
৩৯ | ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا এ দিবস সুনিশ্চিত ; অতএব যে চায়, সে যেন তার প্রতিপালকের নিকট স্থান করে নেয়। |
৪০ | إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করলাম ; সেদিন মানুষ তার হাতের অর্জিত কৃতকর্মকে দেখবে আর কাফির বলতে থাকবেঃ হায় ! আমি, যদি মাটি হয়ে যেতাম ! |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার