৫৩. সূরাঃ নাজম

আয়াতঅবতীর্ণঃ মক্কা
রুকূঃ ০৩
আয়াত সংখ্যাঃ ৬২
০১وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
শপথ তারকারাজির, যখন সেটা হয় অস্তমিত,
০২مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, বিভ্রান্তও নয়,
০৩وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
এবং তিনি প্রবৃত্তি হতেও কথা বলেন না।
০৪إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
এটা তো এক ওহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়।
০৫عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
তাকে শিক্ষা দান করে মহা শক্তিশালী, (ফেরেশতা)
০৬ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
মহা শক্তিধর, তিনি (জীব্রাইল আঃ নিজ আকৃতিতে) স্থির হয়েছিলেন,
০৭وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন,
০৮ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
অতঃপর তিনি তার (রাসূল সঃ –এর) নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী।
০৯فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
ফলে তিনি দুই ধনুক অথবা ওরও কম ব্যবধানে হয়ে গেলেন।
১০فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।
১১مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
যা সে দেখেছে অন্তকরণ তা অস্বীকার করেনি।
১২أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে?
১৩وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
নিশ্চয়ই তিনি তাকে আরেক বার দেখেছিলেন।
১৪عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
সিদরাতুল মুনতাহার নিকট,
১৫عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
যার নিকট অবস্থিত জান্নাতুল মা’ওয়া।
১৬إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
তখন সিরাহ বৃক্ষটি, যার দ্বারা আচ্ছাদিত হবার তার দ্বারা আচ্ছাদিত হচ্ছিল,
১৭مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
তার দৃষ্টি ভ্রম হয়নি এবং দৃষ্টি সীমালঙ্ঘনও করে নি।
১৮لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
অবশ্যই তিনি তাঁর প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিলেন।
১৯أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
তোমরা কি ভবে দেখেছো ‘লাত’ ও ‘উযযা’ সম্বন্ধে।
২০وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
২১أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
তবে কি তোমাদের জন্য পুত্র তাঁর জন্য কন্যা সন্তান?
২২تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
এই প্রকার বন্টন তো অসঙ্গত।
২৩إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
এগুলো কতক নাম মাত্র, যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখেছো, এর সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেন নি। তারা তো শুধু অনুমান এবং তাদের প্রবৃত্তি যা চায় তারই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের হিদায়েত এসেছে।
২৪أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
মানুষ যা চায় তাই কি সে পায়?
২৫فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
বস্তুতঃ শেষ ও প্রথম জগতের অধিপতি আল্লাহই।
২৬وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে ! তাদের কোন সুপারিশ কাজে আসবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন।
২৭إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারী বাচক নাম দিয়ে থাকে।
২৮وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে ; সত্যের মুকাবিলায় অনুমানের কোন মূল্য নেই।
২৯فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
অতএব তাকে উপেক্ষা করে চল যে আমার স্মরণ হতে বিমুখ ; সে তো শুধু পার্থিব জীবনই কামনা করে।
৩০ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভাল জানেন কে তাঁর পথ হতে বিচ্যুত, তিনিই ভাল জানেন কে হেদায়েত প্রাপ্ত।
৩১وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ আমল করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ আমল করে তাদেরকে দেন উত্তম প্রতিদান,
৩২الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কর্ম হতে, ছোট খাট অপরাধ করে। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম ; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত- যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং এক সময় তোমরা মাতৃগর্ভে ভ্রুণরূপে ছিলে। অতএব তোমরা নিজেদের সাফাই গেয়ো না, তিনিই ভালো জানেন মুত্তাকী কে।
৩৩أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
তুমি কি দেখেছো সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয় ;
৩৪وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
এবং সামান্য দান করেই ক্ষন্ত হয়ে যায়?
৩৫أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
তার নিকট কি গায়েবের জ্ঞান আছে যে, সে সব কিছু দেখবে?
৩৬أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
তাকে কি অবগত করা হয়নি যা মূসা (আঃ)-এর কিতাবে আছে,
৩৭وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
এবং ইব্রাহীম (আঃ)-এর কিতাবে, যিনি পূর্ণ করেছিলেন (স্বীয়) অঙ্গীকার?
৩৮أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
তা এই যে, অবশ্যই কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না,
৩৯وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে,
৪০وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
আর তার কর্ম অচিরেই দেখানো হবে-
৪১ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ
অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান।
৪২وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ
আর সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।
৪৩وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
আর তিনিই হাসান, তিনিই কাঁদান,
৪৪وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا
এবং তিনিই মারেন, তিনিই বাঁচান,
৪৫وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
আর তিনিই সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী,
৪৬مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
শুক্র বিন্দু হতে যখন তা নিক্ষেপ করা হয়,
৪৭وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
আর পুনরায় জীবিত করার দায়িত্বও তাঁরই,
৪৮وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
আর তিনিই ধনী ও সম্পদশালী করেন ও সম্পদ দান করেন,
৪৯وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
আর তিনি শি’রা নক্ষত্রের মালিক।
৫০وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
এবং তিনিই প্রথম আ’দ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন,
৫১وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
এবং সামূদ সম্প্রদায়কেও- তিনি বাকী রাখেননি-
৫২وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
আর এদের পূর্বে নূহ (আঃ)- এর সম্প্রদায়কেও তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
৫৩وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন,
৫৪فَغَشَّاهَا مَا غَشَّىٰ
ওকে আচ্ছন্ন করলো কি সর্বগ্রাসী আযাব !
৫৫فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
অতএব তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
৫৬هَـٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবী (সঃ)-ও এক সতর্ককারী ;
৫৭أَزِفَتِ الْآزِفَةُ
কিয়ামত আসন্ন,
৫৮لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
আল্লাহ ছাড়া কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।
৫৯أَفَمِنْ هَـٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
তোমরা কি এই কথায় (কুরআনে) বিস্ময়বোধ করছো?
৬০وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
হাসছো অথচ কাঁদছো না?
৬১وَأَنتُمْ سَامِدُونَ
তোমরা তো উদাসীন,
৬২فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
অতএব তোমরা আল্লাহকে সিজদা কর এবং তাঁর ইবাদত কর।

৫৩. সূরাঃ নাজম

আয়াতঅবতীর্ণঃ মক্কা
রুকূঃ ০৩
আয়াত সংখ্যাঃ ৬২
৫১وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
এবং সামূদ সম্প্রদায়কেও- তিনি বাকী রাখেননি-
৫২وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
আর এদের পূর্বে নূহ (আঃ)- এর সম্প্রদায়কেও তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
৫৩وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন,
৫৪فَغَشَّاهَا مَا غَشَّىٰ
ওকে আচ্ছন্ন করলো কি সর্বগ্রাসী আযাব !
৫৫فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
অতএব তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
৫৬هَـٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবী (সঃ)-ও এক সতর্ককারী ;
৫৭

أَزِفَتِ الْآزِفَةُ

কিয়ামত আসন্ন,

৫৮لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
আল্লাহ ছাড়া কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।
৫৯أَفَمِنْ هَـٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
তোমরা কি এই কথায় (কুরআনে) বিস্ময়বোধ করছো?
৬০وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
হাসছো অথচ কাঁদছো না?
৬১وَأَنتُمْ سَامِدُونَ
তোমরা তো উদাসীন,
৬২فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
অতএব তোমরা আল্লাহকে সিজদা কর এবং তাঁর ইবাদত কর।
error: Content is protected !!