৯৩. সূরাঃ দ্বোহা

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১১
রুকু ১
০১وَالضُّحَىٰ
শপথ পূর্বাহ্ণের,
০২وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
শপথ রজনীর যখন তা আচ্ছন্ন করে ফেলে ;
০৩مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি।
০৪وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
আর অবশ্যই তোমার জন্যে আখেরাতে দুনিয়া অপেক্ষা উত্তম।
০৫وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।
০৬أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দান করেন।
০৭وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
তিনি তোমাকে পথ সম্পর্কে অনবহিত করেছেন, তারপর তিনি দেখিয়েছেন পথ।
০৮وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনবান করেন।
০৯فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
অতএব, তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না,
১০وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
আর ভিক্ষুককে ধমক দিও না।
১১وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো।
error: Content is protected !!