৯৩. সূরাঃ দ্বোহা
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১১ রুকু ১ |
---|---|
০১ | وَالضُّحَىٰ শপথ পূর্বাহ্ণের, |
০২ | وَاللَّيْلِ إِذَا سَجَىٰ শপথ রজনীর যখন তা আচ্ছন্ন করে ফেলে ; |
০৩ | مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি। |
০৪ | وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ আর অবশ্যই তোমার জন্যে আখেরাতে দুনিয়া অপেক্ষা উত্তম। |
০৫ | وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। |
০৬ | أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দান করেন। |
০৭ | وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ তিনি তোমাকে পথ সম্পর্কে অনবহিত করেছেন, তারপর তিনি দেখিয়েছেন পথ। |
০৮ | وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনবান করেন। |
০৯ | فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ অতএব, তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না, |
১০ | وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ আর ভিক্ষুককে ধমক দিও না। |
১১ | وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার