৮৬. সূরাঃ তারিক্ব
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৭ রুকু ১ |
---|---|
০১ | وَالسَّمَاءِ وَالطَّارِقِ শপথ আকাশের এবং রাত্রিতে যা প্রকাশ পায় ; |
০২ | وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ তুমি কি জান রাত্রিতে যা প্রকাশ পায় তা কি? |
০৩ | النَّجْمُ الثَّاقِبُ ওটা দীপ্তিমান নক্ষত্র ! |
০৪ | إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ নিশ্চয়ই প্রত্যেক জীবের উপরই এক সংরক্ষক রয়েছে। |
০৫ | فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ সুতরাং মানুষের লক্ষ্য করা উচিৎ যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। |
০৬ | خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি হতে, |
০৭ | يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে। |
০৮ | إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান। |
০৯ | يَوْمَ تُبْلَى السَّرَائِرُ যেদিন গোপন বিষয়সমূহের যাচাই-বাছাই হবে, |
১০ | فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। |
১১ | وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ শপথ বেশি বেশি বৃষ্টি বর্ষণকারী আকাশের, |
১২ | وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ এবং শপথ যমীনের যা ফেটে যায়, |
১৩ | إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ নিশ্চয়ই এটি (কুর’আন) মীমাংসাকারী কথা। |
১৪ | وَمَا هُوَ بِالْهَزْلِ এবং এটা হাসি-তামাশা নয়। |
১৫ | إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا নিশ্চয় তারা (কাফেররা) ভীষণ এক ষড়যন্ত্র করেছে। |
১৬ | وَأَكِيدُ كَيْدًا আর আমিও একটি কৌশল করি। |
১৭ | فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا অতএব কাফিরদের অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্যে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার