৮৬. সূরাঃ তারিক্ব

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১৭
রুকু ১
০১وَالسَّمَاءِ وَالطَّارِقِ
শপথ আকাশের এবং রাত্রিতে যা প্রকাশ পায় ;
০২وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
তুমি কি জান রাত্রিতে যা প্রকাশ পায় তা কি?
০৩النَّجْمُ الثَّاقِبُ
ওটা দীপ্তিমান নক্ষত্র !
০৪إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
নিশ্চয়ই প্রত্যেক জীবের উপরই এক সংরক্ষক রয়েছে।
০৫فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
সুতরাং মানুষের লক্ষ্য করা উচিৎ যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
০৬خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি হতে,
০৭يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে।
০৮إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
০৯يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
যেদিন গোপন বিষয়সমূহের যাচাই-বাছাই হবে,
১০فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
১১وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
শপথ বেশি বেশি বৃষ্টি বর্ষণকারী আকাশের,
১২وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
এবং শপথ যমীনের যা ফেটে যায়,
১৩إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
নিশ্চয়ই এটি (কুর’আন) মীমাংসাকারী কথা।
১৪وَمَا هُوَ بِالْهَزْلِ
এবং এটা হাসি-তামাশা নয়।
১৫إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
নিশ্চয় তারা (কাফেররা) ভীষণ এক ষড়যন্ত্র করেছে।
১৬وَأَكِيدُ كَيْدًا
আর আমিও একটি কৌশল করি।
১৭فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
অতএব কাফিরদের অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্যে।
error: Content is protected !!