১০২. সূরাঃ তাকাসুর

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৮
রুকু ১
০১أَلْهَاكُمُ التَّكَاثُرُ
পরস্পর ধন-সম্পদের অহংকার তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে।
০২حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হচ্ছ।
০৩كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে ;
০৪ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অতঃপর এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে।
০৫كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
সাবধান ! যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে (তবে এমন কাজ করতো না)।
০৬لَتَرَوُنَّ الْجَحِيمَ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে।
০৭ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
এটা কখনো নয়, তোমরা ওটা চাক্ষুষ প্রত্যয়ে দেখবেই,
০৮ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ ও সম্পদ সম্বন্ধে জিজ্ঞাস করা হবে।
error: Content is protected !!