১০২. সূরাঃ তাকাসুর
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৮ রুকু ১ |
---|---|
০১ | أَلْهَاكُمُ التَّكَاثُرُ পরস্পর ধন-সম্পদের অহংকার তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে। |
০২ | حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হচ্ছ। |
০৩ | كَلَّا سَوْفَ تَعْلَمُونَ এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে ; |
০৪ | ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ অতঃপর এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে। |
০৫ | كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ সাবধান ! যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে (তবে এমন কাজ করতো না)। |
০৬ | لَتَرَوُنَّ الْجَحِيمَ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। |
০৭ | ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ এটা কখনো নয়, তোমরা ওটা চাক্ষুষ প্রত্যয়ে দেখবেই, |
০৮ | ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ ও সম্পদ সম্বন্ধে জিজ্ঞাস করা হবে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার