৮১. সূরাঃ তাকভীর

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২৯
রুকু ১
০১إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
সূর্যকে যখন দীপ্তিমান করা হবে,
০২وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
যখন নক্ষত্ররাজি খসে পড়বে,
০৩وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
পর্বতসমূহকে যখন চলমান করা হবে,
০৪وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
যখন পূর্ণ-গর্ভা (দশ মাসের গর্ভবতী) উষ্ট্রী উপেক্ষিত হবে,
০৫وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে,
০৬وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে ;
০৭وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
(দেহে) যখন প্রাণগুলিকে মিলিত করা হবে,
০৮وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
যখন জীবন্ত-প্রথিতা (জীবন কবর) কন্যাকে জিজ্ঞেস করা হবে ;
০৯بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
১০وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
যখন আমলনামাসমূহ প্রকাশ করা হবে,
১১وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
যখন আকাশের আবরণ অপসারিত করা হবে,
১২وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হবে,
১৩وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।
১৪عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
১৫فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
কিন্তু না, আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী তারকারাজির ;
১৬الْجَوَارِ الْكُنَّسِ
যা গতিশীল ও স্থিতিবান ;
১৭وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
শপথ রাতের যখন সে চলে যেতে থাকে।
১৮وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
আর প্রভাতের যখন এর আবির্ভাব হয়,
১৯إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
নিশ্চয়ই এই কুর’আন সম্মানিত বার্তাবহের আনীত হয়,
২০ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
সে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন,
২১مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।
২২وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
এবং তোমাদের সহচর (মুহাম্মদ সঃ) উন্মাদ নয়,
২৩وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
তিনি তো তাঁকে স্পষ্ট দিগন্তে দেখেছিল।
২৪وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কৃপণ নন।
২৫وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
এবং এটা (কুর’আন) কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
২৬فَأَيْنَ تَذْهَبُونَ
সুতরাং তোমরা কোথায় চলেছো?
২৭إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
এটা তো শুধু বিশ্বজগতের (অধিবাসীদের) জন্যে উপদেশ,
২৮لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্যে।
২৯وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
তোমরা কিছুই চাইবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ তা না চান।
error: Content is protected !!