৮১. সূরাঃ তাকভীর
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২৯ রুকু ১ |
---|---|
০১ | إِذَا الشَّمْسُ كُوِّرَتْ সূর্যকে যখন দীপ্তিমান করা হবে, |
০২ | وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ যখন নক্ষত্ররাজি খসে পড়বে, |
০৩ | وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ পর্বতসমূহকে যখন চলমান করা হবে, |
০৪ | وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ যখন পূর্ণ-গর্ভা (দশ মাসের গর্ভবতী) উষ্ট্রী উপেক্ষিত হবে, |
০৫ | وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে, |
০৬ | وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে ; |
০৭ | وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ (দেহে) যখন প্রাণগুলিকে মিলিত করা হবে, |
০৮ | وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ যখন জীবন্ত-প্রথিতা (জীবন কবর) কন্যাকে জিজ্ঞেস করা হবে ; |
০৯ | بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? |
১০ | وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ যখন আমলনামাসমূহ প্রকাশ করা হবে, |
১১ | وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ যখন আকাশের আবরণ অপসারিত করা হবে, |
১২ | وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হবে, |
১৩ | وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে। |
১৪ | عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে। |
১৫ | فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ কিন্তু না, আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী তারকারাজির ; |
১৬ | الْجَوَارِ الْكُنَّسِ যা গতিশীল ও স্থিতিবান ; |
১৭ | وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ শপথ রাতের যখন সে চলে যেতে থাকে। |
১৮ | وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ আর প্রভাতের যখন এর আবির্ভাব হয়, |
১৯ | إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ নিশ্চয়ই এই কুর’আন সম্মানিত বার্তাবহের আনীত হয়, |
২০ | ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ সে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, |
২১ | مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন। |
২২ | وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ এবং তোমাদের সহচর (মুহাম্মদ সঃ) উন্মাদ নয়, |
২৩ | وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ তিনি তো তাঁকে স্পষ্ট দিগন্তে দেখেছিল। |
২৪ | وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কৃপণ নন। |
২৫ | وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ এবং এটা (কুর’আন) কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়। |
২৬ | فَأَيْنَ تَذْهَبُونَ সুতরাং তোমরা কোথায় চলেছো? |
২৭ | إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ এটা তো শুধু বিশ্বজগতের (অধিবাসীদের) জন্যে উপদেশ, |
২৮ | لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্যে। |
২৯ | وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ তোমরা কিছুই চাইবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ তা না চান। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার