৮৮. সূরাঃ গাশিয়াহ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২৬
রুকু ১
০১هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?
০২وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
সেদিন বহু মুখমণ্ডল ভীত হবে ;
০৩عَامِلَةٌ نَّاصِبَةٌ
কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে ;
০৪تَصْلَىٰ نَارًا حَامِيَةً
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে ;
০৫تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে (পানি) পান করানো হবে ;
০৬لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
তাদের জন্যে বিষাক্ত কাঁটাযুক্ত ব্যতীত কোন খাদ্য নেই ;
০৭لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ
তা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মেটাবে না।
০৮وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
বহু মুখমণ্ডল হবে সেদিন আনন্দজ্জল,
০৯لِّسَعْيِهَا رَاضِيَةٌ
নিজেদের কর্মসাফল্যে সন্তুষ্ট হবে।
১০فِي جَنَّةٍ عَالِيَةٍ
উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে।
১১لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
সেখানে তারা অবান্তর বাক্য শুনবে না,
১২فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
সেখানে আছে প্রবহমান ঝর্ণাসমূহ,
১৩فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ
১৪وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
এবং সুরক্ষিত পান পাত্রসমূহ
১৫وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
ও সারি সারি বালিশসমূহ ;
১৬وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
এবং সম্প্রসারিত গালিচাসমূহ।
১৭أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
তবে কি তারা উষ্ট্রপালের দিকে লক্ষ্য করে না যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে?
১৮وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?
১৯وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটাকে বসানো হয়েছে?
২০وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?
২১فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
অতএব তুমি উপদেশ দিতে থাকো, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র।
২২لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
তুমি তাদের যিম্মাদার নও।
২৩إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
তবে কেউ মুখ ফিরিয়ে নেবে ও কুফরী করবে,
২৪فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
আল্লাহ যাকে আযাব দিবেন কঠোর আযাব।
২৫إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
নিশ্চয়ই আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
২৬ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
অতঃপর আমার উপরই তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।
error: Content is protected !!