৮৮. সূরাঃ গাশিয়াহ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২৬ রুকু ১ |
---|---|
০১ | هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে? |
০২ | وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ সেদিন বহু মুখমণ্ডল ভীত হবে ; |
০৩ | عَامِلَةٌ نَّاصِبَةٌ কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে ; |
০৪ | تَصْلَىٰ نَارًا حَامِيَةً তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে ; |
০৫ | تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে (পানি) পান করানো হবে ; |
০৬ | لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ তাদের জন্যে বিষাক্ত কাঁটাযুক্ত ব্যতীত কোন খাদ্য নেই ; |
০৭ | لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ তা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মেটাবে না। |
০৮ | وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ বহু মুখমণ্ডল হবে সেদিন আনন্দজ্জল, |
০৯ | لِّسَعْيِهَا رَاضِيَةٌ নিজেদের কর্মসাফল্যে সন্তুষ্ট হবে। |
১০ | فِي جَنَّةٍ عَالِيَةٍ উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে। |
১১ | لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً সেখানে তারা অবান্তর বাক্য শুনবে না, |
১২ | فِيهَا عَيْنٌ جَارِيَةٌ সেখানে আছে প্রবহমান ঝর্ণাসমূহ, |
১৩ | فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ |
১৪ | وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ এবং সুরক্ষিত পান পাত্রসমূহ |
১৫ | وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ও সারি সারি বালিশসমূহ ; |
১৬ | وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ এবং সম্প্রসারিত গালিচাসমূহ। |
১৭ | أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ তবে কি তারা উষ্ট্রপালের দিকে লক্ষ্য করে না যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে? |
১৮ | وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে? |
১৯ | وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটাকে বসানো হয়েছে? |
২০ | وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে? |
২১ | فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ অতএব তুমি উপদেশ দিতে থাকো, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র। |
২২ | لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ তুমি তাদের যিম্মাদার নও। |
২৩ | إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ তবে কেউ মুখ ফিরিয়ে নেবে ও কুফরী করবে, |
২৪ | فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ আল্লাহ যাকে আযাব দিবেন কঠোর আযাব। |
২৫ | إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ নিশ্চয়ই আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। |
২৬ | ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم অতঃপর আমার উপরই তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার