১০৬. সূরাঃ কুরাইশ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৪
রুকু ১
০১لِإِيلَافِ قُرَيْشٍ
কুরাইশদের অনুরাগের কারণ।
০২إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
তাদের অনুরাগ শীত ও গ্রীষ্ম সফরের।
০৩فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ
অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের,
০৪الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন।
error: Content is protected !!