১০১. সূরাঃ কারি’আহ

আয়াত নং

অবতীর্ণঃ মক্কা

আয়াত সংখ্যাঃ ১১
রুকু ১

০১الْقَارِعَةُ
(হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়),
০২مَا الْقَارِعَةُ
(হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়) কি?
০৩وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
(হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়) সম্বন্ধে তুমি কি জান?
০৪يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো,
০৫وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের মতো।
০৬فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
তখন যার পাল্লা ভারী হবে,
০৭فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সে সন্তোষজনক জীবন লাভ করবে।
০৮وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
কিন্তু যার পাল্লা হালকা হবে,
০৯فَأُمُّهُ هَاوِيَةٌ
তার স্থান হবে হাবিয়াহ।
১০وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
হাবিয়াহ কি তুমি জান?
১১نَارٌ حَامِيَةٌ
(এটা) অতি উত্তপ্ত অগ্নি।
error: Content is protected !!