১০১. সূরাঃ কারি’আহ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১১ |
---|---|
০১ | الْقَارِعَةُ (হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়), |
০২ | مَا الْقَارِعَةُ (হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়) কি? |
০৩ | وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ (হৃদয়ে) প্রচণ্ড আঘাতকারী (মহাপ্রলয়) সম্বন্ধে তুমি কি জান? |
০৪ | يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, |
০৫ | وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের মতো। |
০৬ | فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ তখন যার পাল্লা ভারী হবে, |
০৭ | فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ সে সন্তোষজনক জীবন লাভ করবে। |
০৮ | وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ কিন্তু যার পাল্লা হালকা হবে, |
০৯ | فَأُمُّهُ هَاوِيَةٌ তার স্থান হবে হাবিয়াহ। |
১০ | وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ হাবিয়াহ কি তুমি জান? |
১১ | نَارٌ حَامِيَةٌ (এটা) অতি উত্তপ্ত অগ্নি। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার