১০৯. সূরাঃ কা’ফিরুন

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৬
রুকু ১
০১قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
বলঃ হে কাফিরগণ !
০২لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা কর,
০৩وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি,
০৪وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
এবং আমি ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করে আসছো।
০৫وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরা তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি।
০৬لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের দ্বীন (কুফর) তোমাদের জন্য এবং আমার দ্বীন (ইসলাম) আমার জন্য।
error: Content is protected !!