১০৯. সূরাঃ কা’ফিরুন
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৬ রুকু ১ |
---|---|
০১ | قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ বলঃ হে কাফিরগণ ! |
০২ | لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা কর, |
০৩ | وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, |
০৪ | وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ এবং আমি ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করে আসছো। |
০৫ | وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরা তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। |
০৬ | لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ তোমাদের দ্বীন (কুফর) তোমাদের জন্য এবং আমার দ্বীন (ইসলাম) আমার জন্য। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার