১০৮. সূরাঃ কাওসার

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৩
রুকু ১
০১إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
আমি অবশ্যই তোমাকে (হাউজে) কাওসার প্রদান করেছি।
০২فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর।
০৩إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো শিকড়কাটা (নির্মূল)।
error: Content is protected !!