৯৭. সূরাঃ কদর
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৫ রুকু ১ |
---|---|
০১ | بِّسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ নিশ্চয়ই আমি এটা (আল-কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে ; |
০২ | وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? |
০৩ | لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। |
০৪ | تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ (জিবরাঈল) অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। |
০৫ | سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ শান্তিময়, এই রাত ফজরের উদয় পর্যন্ত। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার