৯৭. সূরাঃ কদর

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৫
রুকু ১
০১بِّسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিশ্চয়ই আমি এটা (আল-কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে ;
০২وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো?
০৩لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম।
০৪تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ (জিবরাঈল) অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতিক্রমে।
০৫سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
শান্তিময়, এই রাত ফজরের উদয় পর্যন্ত।
error: Content is protected !!