৯৪. সূরাঃ ইনশিরাহ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৮ রুকু ১ |
---|---|
০১ | أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? |
০২ | وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ আমি তোমার ওপর হতে ভারী বোঝা অপসারণ করেছি, |
০৩ | الَّذِي أَنقَضَ ظَهْرَكَ যা তোমার পৃষ্ঠকে ভেঙ্গে দিচ্ছিল ; |
০৪ | وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ এবং আমি তোমার জন্য তোমার চর্চা (খ্যাতি)-কে সুউচ্চ করেছি। |
০৫ | فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। |
০৬ | إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। |
০৭ | فَإِذَا فَرَغْتَ فَانصَبْ অতএব যখনই অবসর পাও সাধনা করো, |
০৮ | وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب এবং তোমার প্রতিপালকের প্রতি মনযোগ দাও। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার