৯৪. সূরাঃ ইনশিরাহ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৮
রুকু ১
০১أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি?
০২وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
আমি তোমার ওপর হতে ভারী বোঝা অপসারণ করেছি,
০৩الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
যা তোমার পৃষ্ঠকে ভেঙ্গে দিচ্ছিল ;
০৪وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
এবং আমি তোমার জন্য তোমার চর্চা (খ্যাতি)-কে সুউচ্চ করেছি।
০৫فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে।
০৬إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।
০৭فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
অতএব যখনই অবসর পাও সাধনা করো,
০৮وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
এবং তোমার প্রতিপালকের প্রতি মনযোগ দাও।
error: Content is protected !!