৮৫. সূরাঃ ইনশিক্বাক্ব

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২৫
রুকু ১
০১إِذَا السَّمَاءُ انشَقَّتْ
যখন আকাশ ফেটে যাবে,
০২وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং স্বীয় প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটিই তার উপযুক্ত করণীয়।
০৩وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে।
০৪وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে,
০৫وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং তার এটিই উপযুক্ত করণীয়।
০৬يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
হে মানব ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানোর জন্য কঠোর সাধনা করছ পরে তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
০৭فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
অনন্তর যাকে তার ডান হাতে তার আমলনামা দেয়া হবে,
০৮فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
তার হিসাব-নিকাশ নেয়া হবে অতি সহজ ভাবে।
০৯وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
এবং সে তার স্বজনদের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে ;
১০وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
এবং যাকে তার আমলনামা তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে।
১১فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
ফলতঃ অচিরেই সে মৃত্যুকে ডাকবে।
১২وَيَصْلَىٰ سَعِيرًا
এবং জ্বলন্ত অগ্নিতেই সে প্রবেশ করবে।
১৩إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
অবশ্য সে তো স্বজনদের মধ্যে সানন্দে ছিল,
১৪إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
যেহেতু সে ভাবতো যে, তাকে কখনোই (আল্লাহর নিকট) ফিরে যেতে না হবে।
১৫بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
হ্যাঁ (অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
১৬فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
আমি শপথ করি আকাশের লালিমার।
১৭وَاللَّيْلِ وَمَا وَسَقَ
এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার,
১৮وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
এবং শপথ চন্দ্রের, যখন তা পরিপূর্ণ হয়,
১৯لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে।
২০فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
সুতরাং তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
২১وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
এবং তাদের নিকট কুরআ’ন পঠিত হলে তারা সিজদাহ করে না?
২২بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
বরং কাফিরগণই মিথ্যা প্রতিপন্নকারী করে।
২৩وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
(অথচ) তারা মনে যা পোষণ করে থাকে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।
২৪فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান কর।
২৫إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার।
error: Content is protected !!