৮৫. সূরাঃ ইনশিক্বাক্ব
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২৫ রুকু ১ |
---|---|
০১ | إِذَا السَّمَاءُ انشَقَّتْ যখন আকাশ ফেটে যাবে, |
০২ | وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ এবং স্বীয় প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটিই তার উপযুক্ত করণীয়। |
০৩ | وَإِذَا الْأَرْضُ مُدَّتْ এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে। |
০৪ | وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে, |
০৫ | وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং তার এটিই উপযুক্ত করণীয়। |
০৬ | يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ হে মানব ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানোর জন্য কঠোর সাধনা করছ পরে তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে। |
০৭ | فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ অনন্তর যাকে তার ডান হাতে তার আমলনামা দেয়া হবে, |
০৮ | فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا তার হিসাব-নিকাশ নেয়া হবে অতি সহজ ভাবে। |
০৯ | وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا এবং সে তার স্বজনদের নিকট আনন্দিত হয়ে ফিরে যাবে ; |
১০ | وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ এবং যাকে তার আমলনামা তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে। |
১১ | فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ফলতঃ অচিরেই সে মৃত্যুকে ডাকবে। |
১২ | وَيَصْلَىٰ سَعِيرًا এবং জ্বলন্ত অগ্নিতেই সে প্রবেশ করবে। |
১৩ | إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا অবশ্য সে তো স্বজনদের মধ্যে সানন্দে ছিল, |
১৪ | إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ যেহেতু সে ভাবতো যে, তাকে কখনোই (আল্লাহর নিকট) ফিরে যেতে না হবে। |
১৫ | بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا হ্যাঁ (অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন। |
১৬ | فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ আমি শপথ করি আকাশের লালিমার। |
১৭ | وَاللَّيْلِ وَمَا وَسَقَ এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার, |
১৮ | وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ এবং শপথ চন্দ্রের, যখন তা পরিপূর্ণ হয়, |
১৯ | لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে। |
২০ | فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ সুতরাং তাদের কি হল যে, তারা ঈমান আনে না? |
২১ | وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ এবং তাদের নিকট কুরআ’ন পঠিত হলে তারা সিজদাহ করে না? |
২২ | بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ বরং কাফিরগণই মিথ্যা প্রতিপন্নকারী করে। |
২৩ | وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ (অথচ) তারা মনে যা পোষণ করে থাকে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত। |
২৪ | فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান কর। |
২৫ | إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার