৮২. সূরাঃ ইনফিতার

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১৯
রুকু ১
০১إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
যখন আকাশ ফেটে যাবে,
০২وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
যখন তারকারাজী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে,
০৩وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে,
০৪وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে ;
০৫عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা জেনে নেবে।
০৬يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালকের ব্যাপারে ধোকায় ফেলেছে?
০৭الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং তৎপর সুবিন্যস্ত করেছেন,
০৮فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে সংযোজিত করেছেন।
০৯كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
না কখনই না, তোমরা তো বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে থাকো ;
১০وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ ;
১১كِرَامًا كَاتِبِينَ
সম্মানিত লেখকবর্গ ;
১২يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তোমরা যা কর তাঁরা অবগত হন।
১৩إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
নিশ্চয়ই পুণ্যবানগণ নিয়ামত সমূহে অবস্থান করবে ;
১৪وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
এবং দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে ;
১৫يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
প্রতিদান দিবসে তারা তাতে প্রবেশ করবে ;
১৬وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
তারা ওটা হতে সরে থাকতে পারবে না।
১৭وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
প্রতিদান দিবস কি তা কি তুমি জানো?
১৮ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
অতঃপর বলিঃ প্রতিদান দিবস কি তা কি তুমি অবগত আছো?
১৯يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
সেদিন কোন ব্যক্তি অপর ব্যক্তির জন্য কোন কিছু করার অধিকার রাখবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।
error: Content is protected !!