৮২. সূরাঃ ইনফিতার
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৯ রুকু ১ |
---|---|
০১ | إِذَا السَّمَاءُ انفَطَرَتْ যখন আকাশ ফেটে যাবে, |
০২ | وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ যখন তারকারাজী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, |
০৩ | وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে, |
০৪ | وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে ; |
০৫ | عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা জেনে নেবে। |
০৬ | يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালকের ব্যাপারে ধোকায় ফেলেছে? |
০৭ | الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং তৎপর সুবিন্যস্ত করেছেন, |
০৮ | فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে সংযোজিত করেছেন। |
০৯ | كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ না কখনই না, তোমরা তো বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে থাকো ; |
১০ | وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ ; |
১১ | كِرَامًا كَاتِبِينَ সম্মানিত লেখকবর্গ ; |
১২ | يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ তোমরা যা কর তাঁরা অবগত হন। |
১৩ | إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ নিশ্চয়ই পুণ্যবানগণ নিয়ামত সমূহে অবস্থান করবে ; |
১৪ | وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ এবং দুষ্কর্মকারীরা থাকবে জাহান্নামে ; |
১৫ | يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ প্রতিদান দিবসে তারা তাতে প্রবেশ করবে ; |
১৬ | وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ তারা ওটা হতে সরে থাকতে পারবে না। |
১৭ | وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ প্রতিদান দিবস কি তা কি তুমি জানো? |
১৮ | ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ অতঃপর বলিঃ প্রতিদান দিবস কি তা কি তুমি অবগত আছো? |
১৯ | يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ সেদিন কোন ব্যক্তি অপর ব্যক্তির জন্য কোন কিছু করার অধিকার রাখবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার