১১২. সূরাঃ ইখলাছ

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৪
রুকু ১
০১قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলঃ তিনিই আল্লাহ একক (ও অদ্বিতীয়),
০২اللَّهُ الصَّمَدُ
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, (সবাই তাঁর মুখাপেক্ষী) ;
০৩لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি,
০৪وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
এবং কেহই তাঁর সমকক্ষ নয়।
error: Content is protected !!