১১২. সূরাঃ ইখলাছ
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৪ রুকু ১ |
---|---|
০১ | قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলঃ তিনিই আল্লাহ একক (ও অদ্বিতীয়), |
০২ | اللَّهُ الصَّمَدُ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, (সবাই তাঁর মুখাপেক্ষী) ; |
০৩ | لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, |
০৪ | وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ এবং কেহই তাঁর সমকক্ষ নয়। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার