১০৩. সূরাঃ আসর

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৩
রুকু ১
০১وَالْعَصْرِ
কালের শপথ,
০২إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
০৩إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎআমল করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে থাকে।
error: Content is protected !!