৯৬. সূরাঃ আ’লাক
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৯ রুকু ১ |
---|---|
০১ | اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ তুমি পড়ো কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। |
০২ | خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে। |
০৩ | اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ পড়ো এবং তোমার প্রতিপালক মহামহিমান্বিত, |
০৪ | الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন – |
০৫ | عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে (এমন জ্ঞান) যা সে জানতো না। |
০৬ | كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ কখনো নয়, মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে, |
০৭ | أَن رَّآهُ اسْتَغْنَىٰ কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। |
০৮ | إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। |
০৯ | أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ তুমি কি তাকে (আবু জাহলকে) দেখেছো, যে বাধা দেয় ; |
১০ | عَبْدًا إِذَا صَلَّىٰ এক বান্দাকে (রাসূলুল্লাহ সঃ) যখন সে নামায আদায় করে? |
১১ | أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ তুমি লক্ষ্য করেছো কি, যদি সে সৎপথে থাকে। |
১২ | أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ অথবা তাকওয়ার নির্দেশ দেয়, |
১৩ | أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ তুমি লক্ষ্য করেছো কি যদি সে মিথ্যারোপ করে মুখ ও ফিরিয়ে নেয়, |
১৪ | أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন? |
১৫ | كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ সাবধান ! সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাবো, মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ওয়ালা। |
১৬ | نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ মিথ্যাবাদী, পাপিষ্ঠ সম্মুখের কেশগুচ্ছ ওয়ালা। |
১৭ | فَلْيَدْعُ نَادِيَهُ অতএব সে তার পরিষদবর্গকে আহ্বান করুক। |
১৮ | سَنَدْعُ الزَّبَانِيَةَ আমিও অচিরে আহ্বান করবো আযাবের ফেরেশতাদেরকে, |
১৯ | كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩ সাবধান ! তুমি কি অনুসরণ করো না, সিজদা কর ও (আল্লাহর) নৈকট্য অর্জন কর। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার