৯৬. সূরাঃ আ’লাক

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১৯
রুকু ১
০১اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
তুমি পড়ো কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।
০২خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
০৩اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
পড়ো এবং তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
০৪الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন –
০৫عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে (এমন জ্ঞান) যা সে জানতো না।
০৬كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
কখনো নয়, মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে,
০৭أَن رَّآهُ اسْتَغْنَىٰ
কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
০৮إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
০৯أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
তুমি কি তাকে (আবু জাহলকে) দেখেছো, যে বাধা দেয় ;
১০عَبْدًا إِذَا صَلَّىٰ
এক বান্দাকে (রাসূলুল্লাহ সঃ) যখন সে নামায আদায় করে?
১১أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ
তুমি লক্ষ্য করেছো কি, যদি সে সৎপথে থাকে।
১২أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
অথবা তাকওয়ার নির্দেশ দেয়,
১৩أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
তুমি লক্ষ্য করেছো কি যদি সে মিথ্যারোপ করে মুখ ও ফিরিয়ে নেয়,
১৪أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন?
১৫كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
সাবধান ! সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাবো, মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ওয়ালা।
১৬نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
মিথ্যাবাদী, পাপিষ্ঠ সম্মুখের কেশগুচ্ছ ওয়ালা।
১৭فَلْيَدْعُ نَادِيَهُ
অতএব সে তার পরিষদবর্গকে আহ্বান করুক।
১৮سَنَدْعُ الزَّبَانِيَةَ
আমিও অচিরে আহ্বান করবো আযাবের ফেরেশতাদেরকে,
১৯كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
সাবধান ! তুমি কি অনুসরণ করো না, সিজদা কর ও (আল্লাহর) নৈকট্য অর্জন কর।
error: Content is protected !!