৮৭. সূরাঃ আ’লা

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১৯
রুকু ১
০১سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের ঘোষণা কর,
০২الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
যিনি সৃষ্টি করেছেন। অতঃপর পরিপূর্ণভাবে ঠিক করেছেন,
০৩وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
এবং যিনি নিরূপণ করেছেন, তারপর হেদায়েত দিয়েছেন,
০৪وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
এবং যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন।
০৫فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
পরে ওকে বিশুদ্ধ বিমলিন করেছেন।
০৬سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ
অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি আর ভুলবে না,
০৭إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ
আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় পরিজ্ঞাত আছেন।
০৮وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
আমি তোমার জন্যে সহজের সামর্থ দিবো।
০৯فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ
অতএব উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয়।
১০سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।
১১وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
আর তা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগ্য,
১২الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ
সে বৃহৎ অগ্নিতে প্রবেশ করবে,
১৩ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবে না।
১৪قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
নিশ্চয় সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে।
১৫وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
এবং তদ্বীয় প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায আদায় করে।
১৬بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا
কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো।
১৭وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
অথচ আখেরাত (জীবন) উত্তম ও চিরস্থায়ী।
১৮إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ
নিশ্চয়ই এটা পূর্ববর্তী কিতাবসমূহে আছে,
১৯صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
(বিশেষতঃ) ইব্রাহীম (আঃ) ও মূসা (আঃ)-এর কিতাবসমূহে।
error: Content is protected !!