৮৭. সূরাঃ আ’লা
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১৯ রুকু ১ |
---|---|
০১ | سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের ঘোষণা কর, |
০২ | الَّذِي خَلَقَ فَسَوَّىٰ যিনি সৃষ্টি করেছেন। অতঃপর পরিপূর্ণভাবে ঠিক করেছেন, |
০৩ | وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ এবং যিনি নিরূপণ করেছেন, তারপর হেদায়েত দিয়েছেন, |
০৪ | وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ এবং যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন। |
০৫ | فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ পরে ওকে বিশুদ্ধ বিমলিন করেছেন। |
০৬ | سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি আর ভুলবে না, |
০৭ | إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় পরিজ্ঞাত আছেন। |
০৮ | وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ আমি তোমার জন্যে সহজের সামর্থ দিবো। |
০৯ | فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ অতএব উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয়। |
১০ | سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে। |
১১ | وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى আর তা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগ্য, |
১২ | الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ সে বৃহৎ অগ্নিতে প্রবেশ করবে, |
১৩ | ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবে না। |
১৪ | قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ নিশ্চয় সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে। |
১৫ | وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ এবং তদ্বীয় প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায আদায় করে। |
১৬ | بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো। |
১৭ | وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ অথচ আখেরাত (জীবন) উত্তম ও চিরস্থায়ী। |
১৮ | إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ নিশ্চয়ই এটা পূর্ববর্তী কিতাবসমূহে আছে, |
১৯ | صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ (বিশেষতঃ) ইব্রাহীম (আঃ) ও মূসা (আঃ)-এর কিতাবসমূহে। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার