৮০. সূরাঃ আ’বাসা
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ৪২ রুকু ১ |
---|---|
০১ | عَبَسَ وَتَوَلَّىٰ ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো, |
০২ | أَن جَاءَهُ الْأَعْمَىٰ কারণ তার নিকট অন্ধ লোকটি এসেছিল। |
০৩ | وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ তুমি কি জানো সে হয় তো পরিশুদ্ধ হতো, |
০৪ | أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে উপদেশ তার উপকারে আসতো। |
০৫ | أَمَّا مَنِ اسْتَغْنَىٰ পক্ষান্তরে যে পরওয়া করে না, |
০৬ | فَأَنتَ لَهُ تَصَدَّىٰ তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো। |
০৭ | وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই, |
০৮ | وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে আসলো, |
০৯ | وَهُوَ يَخْشَىٰ আর সে সশংকচিত্ত, (ভীত অবস্থায়) |
১০ | فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ তুমি তাকে অবজ্ঞা করলে ! |
১১ | كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ কখনো নয়, এটা তো উপদেশবাণী ; |
১২ | فَمَن شَاءَ ذَكَرَهُ যে ইচ্ছা করবে সে এটা স্মরণ রাখবে, |
১৩ | فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ ওটা সম্মানিত কিতাবে (লাওজ মাহফুজে) লিপিবদ্ধ |
১৪ | مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র। |
১৫ | بِأَيْدِي سَفَرَةٍ এমন লেখকদের হাতে থাকে। |
১৬ | كِرَامٍ بَرَرَةٍ যিনি সম্মানিত ও সৎ। |
১৭ | قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ মানুষ ধ্বংস হোক ! সে কত অকৃতজ্ঞ ! |
১৮ | مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ তাকে তিনি কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? |
১৯ | مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার তাকদীর নির্ধারণ করেন, |
২০ | ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ অতঃপর তার জন্যে পথ সহজ করে দেন ; |
২১ | ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। |
২২ | ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন। |
২৩ | كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ কখনো নয়, তিনি তাকে যে আদেশ করেছেন, সে তা এখনও সমাধা করেনি। |
২৪ | فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। |
২৫ | أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا আমিই প্রচুর পানি বর্ষণ করি, |
২৬ | ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا অতঃপর আমি ভূমিকে অদ্ভুতভাবে বিদীর্ণ করি, |
২৭ | فَأَنبَتْنَا فِيهَا حَبًّا এবং ওতে আমি উৎপন্ন করি শস্য ; |
২৮ | وَعِنَبًا وَقَضْبًا আঙ্গুর, শাক-সবজি, |
২৯ | وَزَيْتُونًا وَنَخْلًا যায়তুন, খেজুর, |
৩০ | وَحَدَائِقَ غُلْبًا বহু নিবিড়-ঘন বাগান, |
৩১ | وَفَاكِهَةً وَأَبًّا ফল এবং গবাদির খাদ্য (ঘাস), |
৩২ | مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ তোমাদের ও তোমাদের পশুগুলোর ভোগের সামগ্রী হিসাবে। |
৩৩ | فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ যখন ঐ বিকট ধ্বনি এসে পড়বে ; |
৩৪ | يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে, |
৩৫ | وَأُمِّهِ وَأَبِيهِ এবং তার মাতা, তার পিতা, |
৩৬ | وَصَاحِبَتِهِ وَبَنِيهِ তার স্ত্রী ও তার সন্তান হতে, |
৩৭ | لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ তাদের প্রত্যেকের সেদিন এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। |
৩৮ | وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে ; |
৩৯ | ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ হাসি মুখ ও প্রফুল্ল। |
৪০ | وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি মিশ্রিত। |
৪১ | تَرْهَقُهَا قَتَرَةٌ সেগুলোকে আচ্ছন্ন করবে আলো বর্ণ। |
৪২ | أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ তারাই কাফির ও পাপাচারী। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার