৮০. সূরাঃ আ’বাসা

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ৪২
রুকু ১
০১عَبَسَ وَتَوَلَّىٰ
ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো,
০২أَن جَاءَهُ الْأَعْمَىٰ
কারণ তার নিকট অন্ধ লোকটি এসেছিল।
০৩وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
তুমি কি জানো সে হয় তো পরিশুদ্ধ হতো,
০৪أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে উপদেশ তার উপকারে আসতো।
০৫أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
পক্ষান্তরে যে পরওয়া করে না,
০৬فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।
০৭وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই,
০৮وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে আসলো,
০৯وَهُوَ يَخْشَىٰ
আর সে সশংকচিত্ত, (ভীত অবস্থায়)
১০فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
তুমি তাকে অবজ্ঞা করলে !
১১كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
কখনো নয়, এটা তো উপদেশবাণী ;
১২فَمَن شَاءَ ذَكَرَهُ
যে ইচ্ছা করবে সে এটা স্মরণ রাখবে,
১৩فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
ওটা সম্মানিত কিতাবে (লাওজ মাহফুজে) লিপিবদ্ধ
১৪مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র।
১৫بِأَيْدِي سَفَرَةٍ
এমন লেখকদের হাতে থাকে।
১৬كِرَامٍ بَرَرَةٍ
যিনি সম্মানিত ও সৎ।
১৭قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
মানুষ ধ্বংস হোক ! সে কত অকৃতজ্ঞ !
১৮مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
তাকে তিনি কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
১৯مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার তাকদীর নির্ধারণ করেন,
২০ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
অতঃপর তার জন্যে পথ সহজ করে দেন ;
২১ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
২২ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
২৩كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
কখনো নয়, তিনি তাকে যে আদেশ করেছেন, সে তা এখনও সমাধা করেনি।
২৪فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
২৫أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
আমিই প্রচুর পানি বর্ষণ করি,
২৬ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
অতঃপর আমি ভূমিকে অদ্ভুতভাবে বিদীর্ণ করি,
২৭فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
এবং ওতে আমি উৎপন্ন করি শস্য ;
২৮وَعِنَبًا وَقَضْبًا
আঙ্গুর, শাক-সবজি,
২৯وَزَيْتُونًا وَنَخْلًا
যায়তুন, খেজুর,
৩০وَحَدَائِقَ غُلْبًا
বহু নিবিড়-ঘন বাগান,
৩১وَفَاكِهَةً وَأَبًّا
ফল এবং গবাদির খাদ্য (ঘাস),
৩২مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
তোমাদের ও তোমাদের পশুগুলোর ভোগের সামগ্রী হিসাবে।
৩৩فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
যখন ঐ বিকট ধ্বনি এসে পড়বে ;
৩৪يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে,
৩৫وَأُمِّهِ وَأَبِيهِ
এবং তার মাতা, তার পিতা,
৩৬وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
তার স্ত্রী ও তার সন্তান হতে,
৩৭لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
তাদের প্রত্যেকের সেদিন এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
৩৮وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে ;
৩৯ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
হাসি মুখ ও প্রফুল্ল।
৪০وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি মিশ্রিত।
৪১تَرْهَقُهَا قَتَرَةٌ
সেগুলোকে আচ্ছন্ন করবে আলো বর্ণ।
৪২أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
তারাই কাফির ও পাপাচারী।
error: Content is protected !!