১০০. সূরাঃ আদিয়াত
আয়াত নং | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ১১ রুকুঃ ১ |
---|---|
০১ | وَالْعَادِيَاتِ ضَبْحًا শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াসমূহের, |
০২ | فَالْمُورِيَاتِ قَدْحًا যারা ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ঝরায়, |
০৩ | فَالْمُغِيرَاتِ صُبْحًا যারা আক্রমণ চালায় প্রভাতকালে, |
০৪ | فَأَثَرْنَ بِهِ نَقْعًا এবং ঐ সময়ে ধূলা উড়ায় ; |
০৫ | فَوَسَطْنَ بِهِ جَمْعًا অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে – |
০৬ | إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ মানুষ অবশ্যই তার প্রতিপালকের বড়ি অকৃতজ্ঞ, |
০৭ | وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ে সাক্ষী ; |
০৮ | وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ এবং অবশ্যই সে ধন-সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন। |
০৯ | أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ তবে কি সে ঐ সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা বের করা হবে? |
১০ | وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে? |
১১ | إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ অবশ্য সেদিন তাদের কি ঘটবে, তাদের প্রতিপালক অবশ্যই তা সবিশেষ অবহিত। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“পবিত্র আল কুর’আন” -এর বাংলা অনুবাদ সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার