১০০. সূরাঃ আদিয়াত

আয়াত নংঅবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ১১
রুকুঃ ১
০১وَالْعَادِيَاتِ ضَبْحًا
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াসমূহের,
০২فَالْمُورِيَاتِ قَدْحًا
যারা ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ঝরায়,
০৩فَالْمُغِيرَاتِ صُبْحًا
যারা আক্রমণ চালায় প্রভাতকালে,
০৪فَأَثَرْنَ بِهِ نَقْعًا
এবং ঐ সময়ে ধূলা উড়ায় ;
০৫فَوَسَطْنَ بِهِ جَمْعًا
অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে –
০৬إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
মানুষ অবশ্যই তার প্রতিপালকের বড়ি অকৃতজ্ঞ,
০৭وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ে সাক্ষী ;
০৮وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
এবং অবশ্যই সে ধন-সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন।
০৯أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
তবে কি সে ঐ সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা বের করা হবে?
১০وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
১১إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
অবশ্য সেদিন তাদের কি ঘটবে, তাদের প্রতিপালক অবশ্যই তা সবিশেষ অবহিত।
error: Content is protected !!