একটি উন্মুক্ত পাঠাগার
সুখী ও দুঃখী
০৭-০৫-১৩৪০
অজ্ঞতার অন্ধকার হৃদাগার যার
করে গ্রাস – শক্তিহ্রাস, মহাত্রাস তার।
(তার) নাহি শান্তি, নাহি কান্তি, মহাভ্রান্তি ঘটে।
(সে) নহে সুখী, ম্লানমুখী, চিরদুঃখী বটে।
জ্ঞানীজন অনুক্ষণ হৃষ্টমন রয়,
(সে) নহে দুঃখী, হাস্যমুখী-চিরসুখী হয়।