সরস্বতী বন্দনা
০৫-০৬-১৩৩৯
২য় অক্ষরে ‘শ্রী দেবেন্দ্রনাথ’ ভগবান হালদারের পুত্র।
শ্রী শ্রী মা সরস্বতী। তব শ্রীপদধূলি
না দেখে লইতে চাই শিরে তুলি তুলি।
হবে কি না হবে না দয়া পুত্র ব’লে মোকে?
চন্দ্রমা গগনে, কিন্তু পায় সর্বলোকে।
বীণা করে, তাই নাম বীণাপানি শুনি।
পথহারা কালিদাস তব দানে গুণী।