আজ     চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে,

যেন      এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে।

                এমনি আদর, এমনি হেলা

                মান-অভিমান এমনি খেলা,

                এমনি ব্যথার বিদায়-বেলা

                এমনি চুমু হেসে,

যেন      খন্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে।

এবার     ব্যর্থ আমার আশা যেন সকল প্রেমে মেশে!

আজ     চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে।।

যেন      আর না কাঁদায় দ্বন্দ্ব-বিরোধে, হে মোর জীবন-স্বামী!

এবার     এক হয়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি!

                আপন সুখকে বড় ক’রে

                যে-দুখ পেলেম জীবন ভ’রে,

                এবার তোমার চরণ ধ’রে

                নয়ন-জলে ভেসে’

যেন     পূর্ণ ক’রে তোমায় জিনে’ সব-হারানোর দেশে,

মোর     মরণ-জয়ের বরণ-মালা পরাই তোমার কেশে।

আজ     চোখের জলে প্রার্থনা মোর শেষ-বিদায়ের শেষে।।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x