শিশু
১৬-৬-১৩৩২
স্বর্ণ কুটির, পর্ণ কুটির, সব কুটিরে অধিকার –
রাজার রাজা, মহারাজা, সবের বুকে পাও তোমার।
ধনী, মানী আর মহান সাধু, বিদ্যাবেত্তা, বুদ্ধিমান
হরষে ম’জে তোমায় ভজে, চুম্বন করে পা দু’খান।
পানভোজনে, ঘুমপাড়ানে সব সময়ে দাসী চাই,
শয্যা পেতে হেগে-মুতে সেবিকা বিহনে উপায় নাই।
তোমার গমন হয় না কখন পা রাখিয়া ধূলিতে;
ফুলবাগানে মানুষযানে গমন তোমার শানিতে।
ভবের হাটে দোকানপাটে লাভ-ক্ষতিতে নাহি মন,
এহেন শাস্তি, কোমলকাস্তি দিয়েছে তোমায় যেই জন।
(তার) চরণতরী শরণ করি, ঐদিকে যেন থাকে মন;
শেষের দিনে অধমজনে পার করে যেন নিরঞ্জন।