শব্দকোষ
Absolute Zero | চরম শীতলতা- সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা- এ অবস্থায় বস্তুতে কোন তাপশক্তি থাকে না। |
Acceleration | ত্বরণ- যে হারে একটি বস্তুপিন্ডের গতিবেগের পরিবর্তন হয়। |
Anthropic Principle | নরত্বীয় নীতি- আমরা মহাবিশ্বকে যেভাবে দেখি সেভাবে দেখার কারণ এটা যদি অন্যরকম হোত তাহলে পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে থাকতাম না। |
Antiparticle | বিপরীত কণিকা- প্রত্যেক ধরণের পদার্থকণিকার অনুরূপ একটি বিপরীত কণিকা আছে। কণিকার সঙ্গে বিপরীত কণিকার সংঘর্ষ হলে তারা বিনাশ প্রাপ্ত হয়। অবশিষ্ট থাকে শুধুমাত্র শক্তি। |
Atom | পরমাণু- সাধারণ পদার্থের মূলগত একক- অতিক্ষুদ্র একটি কেন্দ্রক (তাতে থাকে প্রোটন এবং নিউট্রন) এবং সেটাকে প্রদক্ষিণরত কয়েকটি ইলেক্ট্রন দিয়ে এগুলি তৈরি। |
Big Bang | বৃহৎ বিস্ফোরণ- মহাবিশ্বের আরম্ভের অনন্যতা। |
Big Crunch | বৃহৎ সঙ্কোচন- মহাবিশ্বের অস্তিত্বের অনন্যতা। |
Black hole | কৃষ্ণগহ্বর- স্থান-কালের এমন অঞ্চল যেখানে মহাকর্ষ এত বেশি শক্তিশালী যে সেখান থেকে কিছুই নির্গত হতে পারে না- এমনকি আলোও নির্গত হয় না (ষষ্ঠ অধ্যায়)। |
Chandrashekhar limit | চন্দ্রশেখর সীমা- একটি স্থিতিশীল শীতল তারকার সম্ভাব্য সর্বোচ্চ ভর। ভর এর চাইতে বেশি হলে তারকাটি চুপসে কৃষ্ণগহ্বরে পরিণত হবে। |
Field | ক্ষেত্র- এমন একটি জিনিস যার স্থান-কালে সর্বব্যাপী অস্তিত্ব থাকে। কণিকা এর বিপরীত- এককালে একটি মাত্র বিন্দুতে এর অস্তিত্ব। |
Frequency | স্পন্দাংক- প্রতি সেকেন্ডে সম্পূর্ণ স্পন্দনের সংখ্যা। |
Gamma ray | অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ-তেজস্ক্রিয় অবক্ষয় কিম্বা মৌলকণাগুলির সংঘর্ষের ফলে এগুলি তৈরি হয়। |
General relativity | ব্যাপক অপেক্ষবাদ- আইনস্টাইনের তত্ত্ব। এই তত্ত্বের ভিত্তিতে রয়েছে এই চিন্তনঃ প্রতিটি পর্যবেক্ষক সাপেক্ষ (তাঁরা যেভাবেই চলমান হোক না কেন) বিজ্ঞানের বিধিগুলি অভিন্ন থাকবে। চার মাত্রিক স্থান-কালের বক্রতার বাগ্বিধির সাহায্যে এই তত্ত্ব মহাকর্ষীয় বলকে ব্যাখ্যা করে। |
Geodesic | হ্রস্ব ব্যবধান কিম্বা অল্পাম্ভরী- দুটি বিন্দুর মধ্যবর্তী হ্রস্বতম (কিম্বা দীর্ঘতম) পথ। |
Grand unification energy | মহান ঐক্যকারী শক্তি- এমন শক্তি যার চাইতে বৃহত্তর শক্তি হলে (বিশ্বাস করা হয়) বিদ্যুৎ-চুম্বকীয় বল, দুর্বল বল, এবং সবল বলের পরস্পরের ভিতরকার পার্থক্য বোঝা যায় না। |
Grand Unified Theory (GUT) | মহান ঐক্যবদ্ধ তত্ত্ব- যে তত্ত্ব বৈদ্যুতচুম্বকতত্ত্ব, সবল বল এবং দুর্বল বলকে ঐক্যবদ্ধ করে। |
Imaginary time | কাল্পনিক কাল- কাল্পনিক সংখ্যা ব্যবহার করে যে কাল ম আপা হয়। |
Light cone | আলক শঙ্কু- স্থান-কালের এমন একটি পৃষ্ঠ যে পৃষ্ঠ একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে চলমান আলোক রশ্মির সম্ভাব্য অভিমুখ নির্দেশ করে। |
Light second (Year) | আলোক এক সেকেন্ডে (বছরে) যে দূরত্ব অতিক্রম করে। |
Magnetic field | চৌম্বক ক্ষেত্র- যে ক্ষেত্র চৌম্বক বলের জন্য দায়ী। ইদানিং বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে একত্রে বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়েছে। |
Phase | দশা-তরঙ্গের ক্ষেত্রে একটি বিশেষ কালে তার নিজস্ব জীবন চক্রের (cycle) অবস্থানঃ তরঙ্গটি তার শীর্ষে (crest), না পাদে (through- পাদ- তরঙ্গপাদ), না তার মাঝামাঝি কোনো একটি বিন্দুতে। |
Photon | আলোককণা- আলোকের একটি কণিকা বা কোয়ান্টাম। |
Planck’s quantum principle | প্ল্যাঙ্কের কণিকানীতি- যে চিন্তাধারা অনুসারে আলোক [কিম্বা যে কোন চিরায়ত তরঙ্গ (classical wave) শুধুমাত্র বিভক্ত কণিকারূপে (in discrete quanta) নির্গত হতে পারে কিম্বা বিশোষিত হতে পারে। সে কণিকার শক্তি তার কম্পন সংখ্যার (frequency) আনুপাতিক (proportinnal)] |
Positron | পজিট্রন-ইলেক্ট্রনের বিপরীত কণিকা (পরা আধান যুক্ত)। |
Primordial black hole | আদিম কৃষ্ণগহ্বর- মহাবিশ্বের অতি আদিম অবস্থায় সৃষ্ট গহ্বর। |
Proportional | আনুপাতিক- “x-y এর আনুপাতিক”- এ কথার অর্থ y কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে x কেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। |
Proton | প্রোটন-পরা (positive) আধানসম্পন্ন কণিকা। অধিকাংশ পরমাণুর কেন্দ্রকের প্রায় অর্ধেক প্রোটন দিয়ে গঠিত। |
Quantum mechanics | কণাবাদী বলবিদ্যা- প্ল্যাঙ্কের কণাবাদী নীতি এবং হাইজেনবার্গের (Heisenberg) অনিশ্চয়তার নীতি দিয়ে গঠিত তত্ত্ব (চতুর্থ অধ্যায়)। |
Quark | কার্ক- একটি (আধানযুক্ত) মৌলকণিকা। এই কণিকা সবল বল বোধ (feels) করে। প্রোটন এবং নিউট্রন তিনটি করে কার্ক দিয়ে গঠিত। |
Mass | ভর- একটি বস্তুপিন্ডে পদার্থের পরিমাণ। তার জড়ত্ব (inertia) কিম্বা ত্বরণের (acceleration) প্রতিবন্ধ (resistance)। |
Microwave back ground radiation | পশ্চাৎপট মাইক্রোতরঙ্গ বিকিরণ- আদিম উত্তম মহাবিশ্বের দীপ্তি থেকে বিকিরণ। এত বেশি লোহিত বিচ্যুতি হয়েছে যে এখন আর আলোকরূপে প্রতিভাত হয় না। প্রকাশ পায় মাইক্রো তরঙ্গরূপে (কয়েক সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেতার তরঙ্গ)। |
Naked singularity | নগ্ন অনন্যতা- কৃষ্ণগহ্বর দিয়ে পরিবেষ্টিত নয় স্থান-কালের এই রকম অনন্যতা। |
Neutrino | নিউট্রিনো- চরম লঘু (সম্ভবত ভরহীন) মৌলপদার্থ কণা। শুধুমাত্র দুর্বল বল এবং মহাকর্ষই এগুলিকে প্রভাবিত করে। |
Neutron | বৈদ্যুতিক আধানশূন্য কণিকা- প্রোটনের সঙ্গে এর সাদৃশ্য খুবই বেশি। অধিকাংশ পরমাণুর কেন্দ্রকের কণিকাগুলির প্রায় অর্ধেকই নিউট্রন (Neutron)। |
Neutron star | নিউট্রন তারকা- বিভিন্ন নিউট্রনের মধ্যবর্তী অপবর্জন তত্ত্বভিত্তিক বিকর্ষণ (exclusion Principle repulsion) দ্বারা রক্ষিত একটি শীতল তারকা। |
No boundary condition | সীমানাহীনতার অবস্থা- মহাবিশ্ব সীমিত (কাল্পনিক কালেল) কিন্তু সীমানাহীন এই চিন্তাধারা। |
Neuclear fusion | কেন্দ্রকীয় সংযোজন- যে পদ্ধতিতে দুটি কেন্দ্রকের সংঘর্ষ হয় এবং তারা সংযোজিত হয়ে একটি অধিক গুরুভার কেন্দ্রক সৃষ্টি করে- সেই পদ্ধতির নাম। |
Neucleus | কেন্দ্রক- পরমাণুর কেন্দ্রীয় অংশ। এতে থাকে শুধু প্রোটন এবং নিউট্রন। এগুলি সবল বলের দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। |
Particle accelerator | কণিকাত্বরণ যন্ত্র- এমন একটি যন্ত্র যা বিদ্যুৎ চুম্বকের সাহায্যে বিদ্যুৎ আধান যুক্ত চলমান কণিনাগুলিকে অধিকতর শক্তি দান করে ত্বরিত করতে পারে। |
Radar | রাডার- এই যন্ত্র রেডিও তরঙ্গ স্পন্দন (pulsed radio waves) ব্যবহার করে বিভিন্ন বস্তুর অবস্থান নির্ণয় করে। পদ্ধতিঃ একক একটি স্পন্দন বস্তুটিতে পৌঁছে প্রতিফলিত হয়ে ফিরে আসতে যে সময় লাগে সেই সময় মাপা। |
Radioactivity | তেজস্ক্রিয়তা- এক প্রকারের পারমাবিক কেন্দ্র স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে অন্য প্রকারের পারমানবিক কেন্দ্র তৈরি হওয়া। |
Red shift | লোহিত বিচ্যুতি- যে তারকা আমদের কাছ থেকে দূরে অপসরণ করছে সেই তারকা থেকে নির্গত আলোকের লোহিত বর্ণ হওয়া। এর কারণ ডপলার অভিক্রিয়া (Doppler effect)। |
Singularity | অনন্যতা- স্থান কালের এমন একটি বিন্দু যেখানে স্থান-কালের বক্রতা অসীম। |
Singularity theorem | অনন্যতা উপপাদ্য- এই উপপাদ্য দেখানো হয়েছে কয়েকটি বিশেষ পরিস্থিতিতে অনন্যতা অবশ্যই থাকবে। বিশেষ করে মহাবিশ্ব অবশ্যই শুরু হয়েছিল অনন্যতা দিয়ে। |
Space-time | স্থান-কাল – যে চারমাত্রিক স্থানের বিন্দুগুলি ঘটনা। |
Spatial dimension | স্থানিক-মাত্রা – স্থান-কালের স্থানের মতো তিনটি মাত্রার যে কোনো একটি মাত্রা অর্থাৎ কালিক মাত্রা ছাড়া যে কোনো একটি মাত্রা। |
Special relativity | বিশিষ্ট অপেক্ষবাদ- বৈজ্ঞানিক বিধিগুলি অবাধে চলমান সমস্ত পর্যবেক্ষক সাপেক্ষই অভিন্ন হবে- তাদের দ্রুতি যাই হোক না কেন, এই চিন্তাধারার ভিত্তিতে গঠিত আইনস্টাইনের তত্ত্ব। |
Specturm | বর্ণালী- একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে তার উপাদানের বিভিন্ন স্পন্দাংকে ভাগ করা। |
Spin | চক্রণ- মৌল কণাগুলির একটি অন্তর্নিহিত ধর্ম। এর সঙ্গে চক্রণ শব্দের দৈনন্দিন অর্থবোধের একটি সম্পর্ক রয়েছে কিন্তু দুটি অর্থ অভিন্ন নয়। |
Stationary State | যে অবস্থা কালের সঙ্গে পরিবর্তনশীল নয়- স্থির হারে চক্রণশীল একটি গোলক স্থিতিশীল। তার কারণ, যে কোনো মুহূর্তেই এর রূপ অভিন্ন হবে। যদিও এটা স্থির নয়। |
Strong force | সবল বল- চারটি মূলগত বলের ভিতরে সব চাইতে শক্তিশালী, কিন্তু এর বিস্তারের (পাল্লা) অঞ্চল হ্রস্বতর। এই বল কার্কগুলিকে প্রোটন এবং নিউট্রনের ভিতরে ধরে রাখে এবং প্রোটনও নিউট্রনকে একত্রিত করে পরমাণু গঠন করে। |
Uncertainly Principle | অনিশ্চয়তার নীতি- একটি কণিকার অবস্থান এবং গতিবেগ সম্পর্কে নির্ভুলভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয়। একটি সম্পর্কে জ্ঞান যত নির্ভুল হবে অন্যটি সম্পর্কে জ্ঞান তত কম নির্ভুল হবে। |
Virtual Particle | কল্পিত কণিকা- কণাবাদী বলবিদ্যায় যে কণিকাকে কখনোই প্রত্যক্ষভাবে সনাক্ত করা যায় না, কিন্তু যার অস্তিত্বের মাপনযোগ্য ক্রিয়া রয়েছে। |
Wavelength | একটি তরঙ্গের ক্ষেত্রে সন্নিহিত দুটি তরঙ্গের শীর্ষ কিম্বা পাদের দূরত্ব। |
Wave/particle duality | তরঙ্গ/কণিকা দ্বৈততা- কণাবাদী বলবিদ্যায় তরঙ্গ এবং কণিকার ভিতরে কোনো পার্থক্য নেই- এই চিন্তন। কণিকা অনেক সময় তরঙ্গের মতো আচরণ করে। |
Weak force | দুর্বল বল- চারটি মূলগত বলের ভিতরে দুর্বলতার দিক থেকে দ্বিতীয়। এর বিস্তারের (পাল্লা) অঞ্চল খুবই কম। সমস্ত পদার্থকণাকেই এই বল প্রভাবিত করে কিন্তু বল বহনকারী কণিকাগুলিকে প্রভাবিত করে না। |
Weight | ওজন- একটি বস্তুপিন্ডের উপরে মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল। ওজন ভরের আনুপাতিক কিন্তু ভর আর ওজন অভিন্ন নয়। |
White dwarf | শ্বেত বামন- একটি সুস্থিত শ্বেত তারকা। ইলেক্ট্রনগুলির অন্তর্বর্তী অপবর্জন তত্ত্বের বিকর্ষণের দ্বারা শোষিত। |
সূচীপত্র
মন্তব্য করুন
গ্রন্থাগার
সূচীপত্র
মন্তব্য করুন
“কালের সংক্ষিপ্ত ইতিহাস” বই সম্পর্কিত আপনার মন্তব্যঃ
গ্রন্থাগার