ঈশ্বরের অধিকারে ইস্রায়েল

১. প্রভু মোশিকে বললেন,

২. “ইস্রায়েলের সমস্ত লোকেদের বলো: আমি তোমাদের প্রভু ঈশ্বর। আমি পবিত্র সুতরাং তোমর৷ অবশ্যই পবিত্র হবে!”

৩. “তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি তার পিতা এবং মাতাকে সম্মান দেবে এবং আমার বিশ্রামের বিশেষ দিনগুলি* পালন করবে। আমিই প্রভু তোমাদের ঈশ্বর।

৪. “মূর্তি পূজো করবে না। তোমাদের নিজেদের জন্য গলিত ধাতু দিয়ে দেবতার মূর্ত্তি তৈরী করবে না। আমি প্রভু তোমাদের ঈশ্বর!

৫. “যখন তোমরা ঈশ্বরকে মঙ্গল নৈবেদ্য উপহার দাও, তোমরা অবশ্যই তা সঠিকভাবে দেবে যাতে তা গ্রাহ্য হয়।

৬. তোমর৷ যেদিন নৈবেদ্য দেবে সেদিন এবং পরের দিনও তা আহার করতে পারবে; কিন্তু যদি সেই নৈবেদ্যর কোন অংশ তৃতীয় দিনেও পড়ে থাকে, তাহলে তা অবশ্যই আগুনে পুড়িয়ে ফেলবে।

৭. “তোমরা সেই নৈবেদ্যর কোনে৷ অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেট৷ হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে।

৮. “একজন ব্যক্তি যদি তা করে তবে সে সেই পাপের কারণে দোষী হবে। কারণ সে প্রভুর পবিত্র জিনিসগুলিকে শ্রদ্ধা করেনি। সেই লোকটি তার লোকেদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে।

৯. “যখন তোমরা শস্য কাটো, তখন তোমাদের ক্ষেত্রের কোণ পর্যন্ত শস্য কেটো না। শস্য যদি মাটিতে পড়ে যায়, তোমরা তা কুড়িয়ে নিও না।

১০. “তোমাদের দ্রাক্ষা বাগানের সব দ্রাক্ষা তুলবে না এবং যেগুলি মাটিতে পড়ে থাকে সেগুলিও তুলে নেবে না। কেন ? কারণ সেগুলি তোমরা গরীব এবং তোমাদের দেশের মধ্যে দিয়ে ভ্রাম্যমাণ মানুষদের জন্য ফেলে রাখবে। আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

১১. “তোমরা অবশ্যই চুরি করবে না। তোমরা অবশ্যই লোকদের ঠকাবে ন৷ এবং পরস্পরের কাছে মিথ্যে কথা বলবে না। মিথ্যে প্রতিশ্রুতি দিতে তোমরা অবশ্যই আমার নাম ব্যবহার করবে না। তা করলে ঈশ্বরের নামের অসম্মান করা হয়। আমিই তোমাদের প্রভু!

১২. “তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না, তোমর৷ অবশ্যই তাকে লুঠ করবে না। তোমরা সকাল না আসা পর্যন্ত সারা রাত ধরে অবশ্যই একজন ভাড়া করা শ্রমিকের বেতন আটকাবে না।

১৪. “তোমরা অবশ্যই একজন বধির মানুষকে অভিশাপ দেবে না। অন্ধ মানুষের সামনে এমন কিছু রেখে৷ ন৷ যাতে সে পড়ে যায়। তোমর৷ অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে। আমিই তোমাদের প্রভু!

১৫. “বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে। তোমরা অবশ্যই দরিদ্র মানুষদের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাবে না। এবং তোমরা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ লোকেদেরও বিশেষ সম্মান দেখাবে না। তোমরা যখন প্রতিবেশীর বিচার কর তখন অবশ্যই অন্যায় করবে না।

১৬. “অন্য লোকেদের বিরুদ্ধে তোমরা অবশ্যই মিথ্যা গল্প রটিয়ে বেড়াবে না। এমন কিছু করবে না যাতে তোমাদের প্রতিবেশীর জীবন বিপন্ন হয়। আমিই তোমাদের প্রভু!

১৭. “তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না। যদি তোমাদের প্রতিবেশী ভুল করে, তাহলে তার সাথে সে বিষয়ে কথা বল, কিন্তু তাকে ক্ষমা করো; তাহলে তুমি তার দোষের ভাগীদার হবে না।

১৮. “তোমার প্রতি লোকেরা খারাপ যা কিছু করেছে, তা ভুলে যাও; প্রতিশোধ নেওয়ার চেষ্টা কোর না। তোমাদের প্রতিবেশীকে নিজেদের মত করে ভালোবাসো। আমিই তোমাদের প্রভু!

১৯. “তোমরা অবশ্যই আমার বিধিসকল মান্য করবে। তোমর৷ অবশ্যই দুধরণের প্রাণীর মধ্যে সঙ্কর প্রজনন করবে না। তোমরা অবশ্যই তোমাদের ক্ষেতে দুধরণের বীজ বপন করবে না। দুধরণের সুতো দিয়ে তৈরী পোশাক তোমরা অবশ্যই পরবে না।

২০. “এমন ঘটতে পারে যে এক ব্যক্তি, অন্যের কাছে দাসী এমন একজনের সঙ্গে যৌন সংসর্গ করেছে; কিন্তু এই দাসী মহিলাটি বিক্রিত হয়নি ব৷ তাকে তার স্বাধীনতা দেওয়া হয় নি। যদি তা ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শাস্তি হবে; কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে না, কারণ স্ত্রীলোকটি স্বাধীন নয়।

২১. “লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে। 

২২. “যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষাৰ্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উৎসর্গ করে তার পাপের প্রায়শ্চিত্ত করবে। তারপর লোকটিকে তার কৃত পাপ সমূহের জন্য ক্ষমা করা হবে।

২৩. “ভবিষ্যতে তোমরা তোমাদের দেশে প্রবেশ করে যখন খাদ্যের জন্য কোন জাতের গাছ লাগাবে, তখন গাছের ফল ব্যবহারের আগে অবশ্যই তিন বছর অপেক্ষ৷ করবে। এই সময় সেই ফল অশুচি বলে গণ্য কোর এবং তা খেও না। 

২৪. “চতুর্থ বছরে গাছের ফল হবে প্রভুর। প্রভুর প্রতি প্রশংস৷ হিসেবে এটা হবে পবিত্র নৈবেদ্য। 

২৫. “তারপর পঞ্চম বছরে তোমরা সেই গাছ থেকে ফল পেতে পারে৷ এবং এইভাবে গাছটি তোমাদের জন্য আরে৷ ফল দেবে। আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

২৬. “রক্ত লেগে থাকা অবস্থায় কোন মাংস তোমরা অবশ্যই খাবে না। “তোমর৷ অবশ্যই যাদুবিদ্যা এবং গণক বিদ্যার ব্যবহার করতে চেষ্টা করবে না।

২৭. “তোমরা অবশ্যই তোমাদের মাথার পাশে গজানে৷ কেশগুলি গোল করে গোটাবে না। তোমরা অবশ্যই তোমাদের দাড়ির কোন কাটবে না।

২৮. “মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটাছেঁড়া করবে না। তোমরা অবশ্যই নিজেদের ওপর কোন উল্কি রাখবে না। আমিই প্রভু!

২৯. “তোমার কন্যাকে বেশ্যা হতে দিও না। তা করলে তাকে অসম্মান করা হয়। দেশের মানুষজনও তাহলে বেশ্যার মত অর্থাৎ ঈশ্বরের প্রতি অবিশ্বস্তের মত আচরণ করবে না এবং দেশ মন্দে পূর্ণ হবে না ।

৩০. “আমার বিশ্রামের বিশেষ দিনগুলিতে তোমরা অবশ্যই কাজ করবে না। তোমরা অবশ্যই আমার পবিত্রস্থানকে সম্মান দেবে। আমিই প্ৰভু !

৩১. “ভুতুড়িয়াদের বা মায়াবীদের কাছে মন্ত্রণার জন্য যাবে না। তাদের কাছে যেও না তারা শুধু তোমাকে অশুচি করবে। আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

৩২. “বয়স্ক ব্যক্তিদের সম্মান দেখাবে; যখন তাঁর৷ ঘরে ঢোকেন উঠে দাঁড়াবে। তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। আমিই প্রভু!

৩৩. “তোমাদের দেশে বাস করা বিদেশীদের প্রতি খারাপ ব্যবহার করবে না।

৩৪. “তোমাদের নিজেদের নাগরিকদের মতই বিদেশীদের প্রতি সমান ব্যবহার করবে। তোমাদের নিজেদের যেমন ভালোবাস, বিদেশীদের তেমনি ভালোবাসবে। কারণ একসময় তোমর৷ মিশরে বিদেশী ছিলে। আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

৩৫. “তোমর৷ বিচারে অন্যায় করবে না এবং জিনিসপত্র মাপার ও ওজন করার ব্যাপারে সৎ হবে।

৩৬. “শস্য ওজন করার জন্য এবং তরল পদার্থ মাপার জন্য তোমাদের ওজন পাল্লা, বাটখারা, ঝুড়ি ও পাত্রগুলি সঠিক হওয়৷ উচিৎ। আমিই প্রভু তোমাদের ঈশ্বর! আমি তোমাদের মিশর দেশ থেকে বাইরে এনেছি।

৩৭. “তোমর৷ অবশ্যই আমার সমস্ত বিধি এবং নিয়মাবলী মনে রাখবে এবং সেগুলি মান্য করবে। আমিই প্রভু!”

error: Content is protected !!