একটি উন্মুক্ত পাঠাগার
রূপ ও গুণ – ২
০৫-০৬-১৩৩৯
চতুর্থ অক্ষরে ‘শ্রীমনরঞ্জন’ হরচন্দ্র শীলের দৌহিত্র।
মুখের শ্রী, চোখের শ্রী বৃথা অহংকার,
সে অধম-রূপবান, গুণ নাহি যার।
শত জন রূপবান, এক গুণবান –
ছ’ হাজার তারা যেন এক গোটা চান।
পুঞ্জ পুঞ্জ তারকারা অন্ধকারে হাঁসে,
কয়জন থাকে তার বিধু যদি আসে?