ইস্রায়েলের কাছে পরাজিত রাজগণ
১. ইস্রায়েলবাসীরা যদন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল। অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্যন্ত সমস্ত ভূখণ্ড এবং যদন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল। ইস্রায়েলবাসীরা যে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছেঃ
২. তারা ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিল যে হি বোন শহরে থাকত। সীহোনের রাজ্য ছিল অর্ণোন উপত্যকার অরোয়ের থেকে যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত। ঐ উপত্যকার মাঝখান থেকে তার রাজ্যের শুরু। সেটা ছিল অম্মোনীয় লোকেদের এলাকার সীমান্ত। গিলিয়দ দেশের অর্ধেকেরও বেশী অংশে সীহোন রাজত্ব করেছিল।
৩. যৰ্দ্দন উপত্যকার পূর্বতীরে গালীলী হ্রদ থেকে মৃতসাগর (লবণসাগর) পর্যন্ত বিস্তৃত রাজ্য সে শাসন করত। এই রাজ্যটি বাদে সে বৈৎ-যিশীমোত থেকে দক্ষিণে পিসগা পাহাড় পর্যন্ত দেশগুলিও শাসন করত।
৪. “তারা বাশনের রাজা ওগকে পরাজিত করেছিল। ওগ ছিল রফায় বংশের রাজা। সে রাজত্ব করত অষ্টারোৎ এবং ইদ্রিয়ী দেশে।
৫. হর্মোণ পর্বতশৃঙ্গ, সখা এবং বাশনের সমস্ত অঞ্চল ওগ শাসন করত। যেখানে গশুর এবং মাখাথ জাতির লোকেরা বসবাস করত। সেটাই ছিল তার রাজ্যের সীমা। ওগ গিলিয়দ দেশের অর্ধেক অংশেও রাজত্ব করত। এই জায়গাট৷ শেষ হয়েছে হিবোনের রাজা সীহোনের দেশে।
৬. “প্রভুর ভৃত্য মোশি এবং ইস্রায়েলবাসীরা এইসব রাজাকে পরাজিত করেছিলেন। মোশি রূবেণ পরিবারগোষ্ঠী, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে এই ভূখণ্ড দান করেছিলেন। মোশি এই দেশতাদের স্বদেশ হিসাবেইদান করেছিলেন।
৭. ইস্রায়েলের লোকেরা যদ্দন নদীর পশ্চিম কূলের দেশের রাজাদেরও জয় করেছিল। যিহোশূয় এই দেশের লোকেদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এটি জয় করেছিলেন এবং পরে এই ভূখণ্ডটি বারোটি পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। ঈশ্বর তাদের এই দেশ দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দেশ ছিল লিবানোনের বাগাদ উপত্যকা এবং সেয়ীরের কাছে হালক পর্বতশৃঙ্গের মাঝখানে।
৮. পাহাড়ি অঞ্চল, পশ্চিমের পাহাড়তলি অঞ্চল, যৰ্দ্দন উপত্যকা, পূর্বদিকের পাহাড়গুলি, মরুভূমি এবং নেগেভ অঞ্চলগুলি এর অন্তর্ভুক্ত। এখানে হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয়, হিব্বীয় এবং যিবৃষ বংশীয় লোকের৷ বাস করত। ইস্রায়েলীয়দের দ্বারা পরাজিত রাজাদের তালিকাটি এইরকমঃ
৯. যিরীহোর রাজা ১
বৈথেলের কাছে অয়ের রাজা
১০. জেরুশালেমের রাজা ১
হিরোণের রাজা
১১. ” যমূর্তের রাজা ১
লাখীশের রাজা
১২. ইগ্লোনের রাজা ১
গেষরের রাজা
১৩. দবীরের রাজা ১
গেদরের রাজা
১৪. হর্মার রাজা ১
অরাদের রাজা
১৫. লিনার রাজা ১
অদুল্লমের রাজা
১৬. মক্কেদার রাজা ১
বৈথেলের রাজা
১৭. তপূহের রাজা ১
হেফরের রাজা
১৮. অফেকের রাজা ১
লশারোণের রাজা
১৯. মাদোনের রাজা ১
হাৎসোরের রাজা
২০. শিঘ্রোণ-মরোণের রাজা ১
অক্ষফের রাজা
২১. তানকের রাজা ১
মগিদ্দোর রাজা
২২. কেদশের রাজা ১
কম্মিলস্থ যক্বিয়ামের রাজা
২৩. দোর পর্বতশৃঙ্গের দোরের রাজা ১
গিগলের গোয়ীমের রাজা
২৪. তিসার রাজা ১
মোট রাজার সংখ্যা ৩১