সম্পাদকীয়
প্রকাশিত হলো ই-বই ‘যে আলো ছড়িয়ে গেলো সবখানে’। মুক্তমনার আহবানে সাড়া দিয়ে ২০১৫ সনে অভিজিৎ রায়ের ৪৪ তম জন্মদিন উপলক্ষে বাংলা এবং ইংরেজি ভাষায় যারা লিখেছিলেন অভিজিৎ রায় ও মুক্তচিন্তা চর্চার পথে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে, তাদের লেখাগুলোর সংকলন আকারে প্রকাশিত হলো ই-বইটি।
২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি ‘একুশে বইমেলা থেকে ফেরার পথে ইসলামি জঙ্গিদের চাপাতির আঘাতে নিহত হবার পূর্ব পর্যন্ত মুক্তমনা প্রতিষ্ঠাতা অভিজিতের সম্পৃক্ততা ছিল বিজ্ঞান, মুক্তচিন্তা, মানবতাবাদ, সাহিত্যসহ অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে। তিনি অনলাইনেই শুধু লেখালেখি করেন নি, একইসাথে বাংলাদেশের মুক্তচিন্তার আন্দোলনকে দেশে-বিদেশে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায়। অভিজিৎ রায় বাংলায় লিখেছেন এবং সম্পাদনা করেছেন দশটি বই। তিনি ছিলেন, আছেন ও থাকবেন সারা বিশ্বের মুক্তচিন্তক, স্বাধীনচেতা, উদারমতাবলম্বীদের বন্ধু হয়ে।
ই-বইটি প্রকাশনায় যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, লেখা পাঠিয়েছেন মুক্তমনার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা। ‘যে আলো ছড়িয়ে গেলো সবখানে’ ই-বইটি বিনামূল্যে বিতরণের জন্য উন্মুক্ত।
মুক্তমনা
১২ সেপ্টেম্বর, ২০১৬
♦ নৈঋতের মাঝে মানবের গান শুনিয়ে গেলেন যিনি
♦ একজন স্পষ্টভাষী, সোচ্চার যুবকের কথা
♦ তোমার আলোয় মশাল জ্বেলে আমরা সবাই অভিজিৎ
♦ অভিজিৎ রায়কে ধারণ করার মত বাঙলাদেশ এখনও গড়ে তুলতে পারিনি
♦ আমার জীবনে অভিজিৎ রায় ও মুক্তমনা
♦ অভিজিৎ রায়ঃ আঁধারে আলো জ্বালানো এক প্রকৃত বিজ্ঞানমনস্ক অভিযাত্রীর নাম
♦ অভিজিৎ রায়ঃ যার সাথে আরো অনেক দূর হেটে যাওয়ার কথা ছিল
“যে আলো ছড়িয়ে গেল সবখানে” বই সম্পর্কিত আপনার মন্তব্যঃ