মোহ

১২-০৬-১৩৩৯

 

মোহমদে মত্ত মূঢ় মন মধুকরে

বুঝালে বোঝেনা, বোকা বনে বনে চরে।

সৌন্দর্য না আছে যেই কুসুমের গায়,

কেন অলি, কিসে ভুলি, সে প্রসূন চায়?

জানিলাম ভ্রমরের ইহাই স্বভাব,

ফোটা ফুলে ভালোবাসা জাতিগত ভাব।

না ফুটেছে যেই ফুল, এখনো সে কলি,

তাহাতেও মত্ত হয় সে কেমন অলি?

মদ, গাঁজা, অহিফেন, ভাং অথবা সিদ্ধি

খায় নাই, তবু কেন মত্ত তার বুদ্ধি?

বুঝেছি বুঝেছি, অলি মত্ত মোহমদে;

কিন্তু মোহ না সারা’লে পড়িবে বিপদে।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x