শ্লোকঃ ৪৩

শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্যপলায়নম ।

দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্ ।। ৪৩ ।।

শৌর্যম্—পরাক্রম; তেজঃ- তেজ; ধৃতিঃ – ধৈর্য; দাক্ষ্যম–কর্মে কুশলতা; যুদ্ধে— যুদ্ধে; চ—এবং; অপি—ও; অপলায়নম্ — পলায়ন না করা; দানম্—দান; ঈশ্বর- প্রভুত্ব; ভাবঃ—ভাব; চ–এবং ক্ষাত্র — ক্ষত্রিয়ের, কর্ম-কর্ম, স্বভাবজম্— স্বভাবজাত ৷

গীতার গান

শৌর্য তেজ ধৃতি দাক্ষ্য যুদ্ধে না পালায় ।

দান ঈশ ভাব যত ক্ষত্রিয়ে যুয়ায় ৷।

অনুবাদঃ শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা—এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কৰ্ম।

শ্লোকঃ ৪৪

কৃষিগোরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম।

পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্ ।। ৪৪ ।।

কৃষি —কৃষি: গোরক্ষা – গোরক্ষা; বাণিজ্যম্ –বাণিজ্য; বৈশ্য—বৈশ্যের; কর্ম- কর্ম; স্বভাবজন—স্বভাবজাত, পরিচর্যা – পরিচর্যা, আত্মকম্—আত্মক; কর্ম-কর্ম, শূদ্রস্য—শূদ্রের অপি-ও স্বভাবজম্—স্বভাবজাত।

গীতার গান

কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম হয় ৷

শূদ্র যে স্বভাব তার পরিচর্যা করায় ।

অনুবাদঃ কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত।

শ্লোকঃ ৪৫

স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ ।

স্বকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু ।। ৪৫ ।।

স্বে স্বে—নিজ নিজ; কর্মণি—কর্মে; অভিরতঃ– নিরত, সংসিদ্ধিম্ – সিদ্ধি : লভতেলাভ করে, নরঃ—মানুষ; স্বকর্ম — স্বীয় কর্মে: নিরতঃ–যুক্ত; সিদ্ধিম্ সিদ্ধি; যথা— যেভাবে; বিন্দতি – লাভ করে; তৎ—তা শুধু শ্রবণ কর।

গীতার গান

উচ্চ নীচ যত কর্ম সবে সিদ্ধি হয় ।

স্বকর্ম করিয়া গুণ সংসার তরয় ॥

অনুবাদঃ নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। হীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে, তা শ্রবণ কর।

error: Content is protected !!