দশ থেকে বিশ বিলিয়ন বছর আগে মহাগর্জনে সৃষ্টি হয়েছিলো মহাবিশ্ব; তারপর অনেক বিলিয়ন বছর কেটে যায়, সাড়ে চার বিলিয়ন বছর আগে সৃষ্টি হয় সৌরজগত, এবং আমাদের গ্রহ পৃথিবী, আমাদের চাঁদ, এবং আরো গ্রহ, আরো চাঁদ। কোনো বিধাতা সৃষ্টি করে নি বিস্ময়কর মহাবিশ্ব, সৌরজগত, আর পৃথিবী; অনন্ত ঘন এক বিন্দুর বিস্ফোরণে সৃষ্টি হয়েছিলো সব কিছু, আজো সৃষ্টি হয়ে চলছে । মহাবিশ্ব এক অনন্ত অসীম চিরসম্প্রসারণশীল এলাকা, আজো বেড়ে চলছে মহাবিশ্ব। জ্যোতির্বিজ্ঞান অসামান্য সব আবিষ্কার ক’রে চলছে শতকে শতকে; আমাদের জানিয়ে দিচ্ছে আমরা কোনো স্থির বদ্ধ অচল পৃথিবীর মানুষ নই, আমরাও মহাশূন্যে অভিযাত্রী; পৃথিবী নামক অসাধারণ মহাশূন্যযানটি আমাদের নিয়ে ছুটে চলছে নিরন্তর। এক সময় সবাই ভাবতো তারা আছে পৃথিবীর কেন্দ্রে, আর পৃথিবীকে ঘিরে ঘুরছে সূর্য, চাঁদ, তারারা। প্রাচীন জ্ঞানীরাও বলেছেন পৃথিবী স্থির; মানুষের ধর্মের বইগুলো এ-ধারণাকে পরিণত করেছিলো বদ্ধমূল বিশ্বাসে। সাড়ে পাঁচশো বছর আগে কোপারনিকাস বদলে দেন সৌরজগতকে; পৃথিবীর বদলে সূর্যকে বসান কেন্দ্রে; এবং আবিষ্কৃত হয় সৌরজগতের শৃঙ্খলা । তারপর অনেক শতক কেটে গেছে, আবিষ্কৃত হয়েছে মহাবিশ্বের অজস্র সত্য, মানুষ এগিয়েছে সামনের দিকে; কিন্তু এখন আমরা আবার ফিরে চলছি পৌরাণিক জগতের দিকে, অনন্ত অসীম সম্প্রসারণশীল মহাবিশ্বকে ভুলে ঢুকছি আবার বদ্ধ পৃথিবীতে, এবং সব কিছু নিয়ন্ত্রণ করছে বিভিন্ন রকম বিধাতারা। হুমায়ুন আজাদ মহাবিশ্ব লিখেছেন আজকের পৌরাণিক মানুষদের সামনে মহাবিশ্বকে পৌছে দেয়ার জন্যে; লিখেছেন বিস্তৃতভাবে। একজন কবি ঔপন্যাসিক সমালোচক প্রাবন্ধিকের ছোঁয়ায় কবিতার মতো হয়ে উঠেছে জ্যোতির্বিজ্ঞান, এর প্রতিটি স্তবক পুরাণকে বাতিল ক’রে এগিয়েছে বিজ্ঞানমনস্ক সময়ের দিকে।

ISBN 984 401 569 3

প্রচ্ছদ সমর মজুমদার

 

সংশোধিত দ্বিতীয় সংস্করণ পঞ্চম মুদ্রণ জুন ২০০৮

প্রথম প্রকাশ ফাল্গুন ১৪০৬ ফেব্রুয়ারি ২০০০

সংশোধিত দ্বিতীয় সংস্করণ জ্যৈষ্ঠ ১৪০৭ : নে ২০০০

সংশোধিত দ্বিতীয় সংস্করণঃ প্রথম পুণর্মুদ্রণ চৈত্র ১৪০৮ মার্চ ২০০২

সংশোধিত দ্বিতীয় সংস্করণঃ দ্বিতীয় মুদ্রণ আযাঢ় ১৪১০ জুন ২০০৩

সংশোধিত দ্বিতীয় সংস্করণঃ তৃতীয় মুদ্রণ জ্যৈষ্ঠ ১৪১২ জুন ২০০৫

সংশোধিত দ্বিতীয় সংস্করণঃ চতুর্থ মুদ্রণ ফাল্গুন ১৪১৩ জুন ২০০৭

স্বত্ব হুমায়ূন আজাদ

প্রকাশক ওসমান গনি আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার ঢাকা ১১০০ ফোন ৭১১-১৩৩২, ৭১১-০০২১

প্রচ্ছদ সমর মজুমদার

মুদ্রণে স্বরবর্ণ প্রিন্টার্স ১৮/২৬/৪ শুকলাল দাস লেন ঢাকা

ISBN 984 70006 0074 5

Mahabisavan: The Universe: Humayun Azad Published by Osman Gani of Agamee Prakashani 36 Banglabazar, Dhaka- 1100 Second Edition : Fifth Reprint : June 2008

 

উৎসর্গ

গ্যালিলিও গ্যালিলি

জিয়োরদানো ব্রুনো

জ্ঞানের জন্যে দণ্ডিত দুই অমর

error: Content is protected !!