মনের অস্থিরতা
০৩-০৮-১৩২২


প্রখর রবির তেজ সহিতে না পারি,
ছাতা মাথে, পাখা হাতে যত নর-নারী
বার বার বলি, ‘বিভো, বরষা উত্তম,
সহিতে না পারি মোরা এহেন গরম।’
আসিলে আষাঢ় মাস বরিষয় ধারা,
চলিতে না পারি কেহ এপাড়া-ওপাড়া।
দিবানিশি পড়ে বৃষ্টি, মাঠে মাঠে জল,
তখন বিরক্ত হই আমরা সকল।
ডোবা হয় জলে পূর্ণ, ডাঙ্গা হয় কাদা,
সেইকালে ভালোবাসি শীত ও সারদা।
আসিলে প্রচন্ড শীত তাহে তনু কাঁপে,
সেইকালে মন চলে সূরুজের তাপে।
আবার আসেন রবি মনে হয়ে রোষ।
এবার বিরক্ত হলে কা’র হবে দোষ?
নির্দোষ জগতপতি; জ্ঞানহীন লোক
সংকল্পদোষেতে পায় পদে পদে শোক।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x